কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলো ছাত্রলীগ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ এপ্রিল ২০২১, ২১:৫৫
অ- অ+

করোনাভাইরাসে সারাদেশের লকডাউনে যানবাহন বন্ধ থাকায় কৃষকরা ধান কাটার জন্য শ্রমিক খুঁজে পাচ্ছেন না। এদিকে ইরি-বোরো ধান কাটার সময় হয়ে গেছে। কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনার বাস্তবায়ন ঘটাতে মন্ত্রী গাজীর নির্দেশে রূপগঞ্জে দরিদ্র কৃষকের দুই বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিচ্ছেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

বৃহস্পতিবার দুপুরে তারাব পৌর ছাত্রলীগের সভাপতি আওলাদ হোসেনের নেতৃত্বে উপজেলার তারাবো পৌরসভার নোয়াগাঁও মাঠে দরিদ্র কৃষক রবিউল ইসলামের দুই বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিলেন তারা।

উপজেলার তারাবো পৌরসভা ছাত্রলীগের সভাপতি আওলাদ হোসেন জানান, লকডাউনের তৃতীয় মেয়াদে শ্রমিক ও অর্থ সংকটের কারণে দুই বিঘা জমির পাকা ধান কাটতে পারছিলেন না উপজেলার তারাবো পৌরসভার নোয়াগাঁও এলাকার কৃষক রবিউল ইসলাম। ক্ষেতেই ধান নষ্ট হওয়ার উপক্রম হচ্ছিল। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পৌরসভার ছাত্রলীগ নেতাকর্মীরা সেখানে ছুটে যান। আমার নেতৃত্বে দপ্তর সম্পাদক ফাহাদ উদ্দিন ২নং ওয়ার্ড সভাপতি মাসুদ প্রধান, সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম,১ নং ওয়ার্ড সভাপতি আব্দুল আল-মামুন, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম ও হৃদয় এবং যুগ্ম সম্পাদক মাসুমসহ প্রায় ২৫ জন নেতাকর্মী কৃষক রবিউলের দুই বিঘা জমির ধান কেটে মাড়াই করে দেন।

ছাত্রলীগ নেতাকর্মীরা পাকা ধান কেটে দেয়ায় কৃষক রবিউল অনেকটাই আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, লকডাউনের মধ্যে ধান কাটার উপযুক্ত হয়। লকডাউনে শ্রমিক সংকটের কারণে পাকাধা ন কাটতে পারছিলাম না। এছাড়াও এলাকায় যে শ্রমিক পাওয়া যায় তাদের মজুরি খুব বেশি। ক্ষেতের ধান পাকার পরও তা কাটতে না পারায় কিছুটা ক্ষতির শঙ্কায় ছিলাম। আমার এমন অসহায়ত্বের কথা শুনে ছাত্রলীগ নেতা আওলাদ ভাই আরও নেতাকর্মী সঙ্গে নিয়ে এসে টাকা-পয়সা ছাড়াই আমার দুই বিঘা ক্ষেতের ধান কেটে দেন। ছাত্রলীগের নেতাকর্মীরা যেভাবে আমার ধান কাটতে সাহায্য করেছেন তা কখনও ভুলব না।

(ঢাকাটাইমস/২২এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
জুলাই আন্দোলনে শহীদ মুত্তাকিনের অসুস্থ স্ত্রীর খোঁজ নিলেন তারেক রহমান
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় সাবেক বিএনপি নেতা গ্রেপ্তার ‎
জামায়াতসহ কিছু দল নির্বাচন নিয়ে ডাবল স্ট্যান্ডবাজি করছে: রিজভী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা