বিপাকে পড়েছেন স্পর্শিয়া, জানুন কারণ

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ জুন ২০২১, ১১:০২
অ- অ+

খুবই বিপাকে পড়েছেন ছোট ও বড় পর্দার সুপরিচিত অভিনীত অর্চিতা স্পর্শিয়া। গণমাধ্যমকে এমনটা নিজেই জানিয়েছেন শাকিব খানের ‘নবাব এলএলবি’ সিনেমার শুভ্রা। জানিয়েছেন বিপাকে পড়ার কারণও। কী সেই কারণ?

অভিনেত্রী জানান, মাস খানেক আগে তার ফেসবুকের ফ্যান পেজটি হঠাৎই উধাও হয়ে যায় হয়। সেটিতে ১০ লাখ ফলোয়ার ছিল। এরপর তার ব্যক্তিগত অ্যাকাউন্টটিও উধাও হয়ে যায়। বিষয়টি ফেসবুক কর্তৃপক্ষকে জানালেও এতদিনেও তার আইডি উদ্ধার করা যায়নি।

স্পর্শিয়া কথায়, ‘আইডি উদ্ধার হওয়া তো দূরে থাক, ফেসবুক কর্তৃপক্ষ কোনো সাড়াই দেয়নি এখন পর্যন্ত। আমাকে কোনো নোটিশও দেয়নি। ফ্যান পেজটি হারানোর হারানোর পর থেকে কাজের কোনো আপডেট দিতে পারছি না। অনেকের কাছে যোগাযোগ করতে পারছি না। বাধ্য হয়ে নতুন আইডি খুলতে হয়েছে।’

কাজের ক্ষেত্রে আগামী ২৫ জুন সিনেমা হলেও মুক্তি পেতে চলেছে স্পর্শিয়া অভিনীত ‘নবাব এলএলবি’। ছবিটি এর আগে গত বছর ওটিটিতে মুক্তি পেয়েছিল। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে নায়িকার ‘ফিরে দেখা’ নামের একটি ছবি। চিত্রনায়িকা রোজিনার পরিচালনায় সরকারি অনুদানের এ ছবিতে স্পর্শিয়ার নায়ক নিরব।

স্পর্শিয়ার অভিনয় জীবন শুরু হয় ‘প্যারাসুট’ তেলের বিজ্ঞাপন দিয়ে। সেটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর এয়ারটেলের কিছু বিজ্ঞাপন করেন। পরবর্তীতে ‘রোদ’ শিরোনামের একটি নাটক দিয়ে পদার্পণ করেন নাট্যজগতে। চলচ্চিত্রে প্রথম কাজ করেন ২০১৯ সালে ‘আবার বসন্ত’ নামের একটি ছবিতে।

ঢাকাটাইমস/২৩জুন/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনায় যৌথ অভিযানে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ আটক ১
বিএনপির বিরুদ্ধে চিহ্নিত গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে: ড্যাব
প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন হচ্ছে সোমবার
জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে : মির্জা ফখরুল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা