তানোরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নববধূর মৃত্যু

তানোর (রাজশাহী) সংবাদদাতা, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২১, ১২:১৩| আপডেট : ০৩ আগস্ট ২০২১, ১২:৩০
অ- অ+

রাজশাহীর তানোরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাহানাজ বেগম (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে তানোর পৌরশহর এলাকার আসতুল মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাহানাজ বেগম তানোর পৌর এলাকার ধানতৈড় গ্রামের আকাশ আলীর স্ত্রী। তিন মাস আগে তাদের বিয়ে হয়েছিল।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, সন্ধ্যার পর পাশের উপজেলা মোহনপুরের মহব্বতপুর গ্রাম থেকে স্ত্রী সাহানাজকে মোটরসাইকেলে নিয়ে তানোর ধানতৈড়ে আসছিলেন আকাশ। পথে তানোর হলমোড় পার হয়ে আসতুল মোড়ে এলে বিপরীত দিক থেকে হালিমা পরিবহন নামে একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সাহানাজ মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের চাকার নিচে পড়ে যান। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি জানান, চালকসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে নিহত সাহানাজ বেগমের পিতা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

(ঢাকাটাইমস/৩ আগস্ট/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা