ফরিদপুরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা নিয়ে সেমিনার

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২১, ২০:১৪
অ- অ+

দেশের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ফরিদপুরে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নুরুল্লাহ, সাংবাদিক সঞ্জিব দাস, মৎসজীবীদের পক্ষে মো. কামাল খান, উপজেলা ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, ইলিশ বিক্রেতা প্রমুখ।

সেমিনারে জেলার মৎসজীবি, ইলিশ বিক্রেতা, সুধী সমাজ, সাংবাদিক, জেলা ও উপজেলা অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেয়।

এর আগে সিনিয়র জেলা মৎস কর্মককর্তা বিজন কুমার নন্দী স্বাগত বক্তব্য দেন। পরে ইলিশের উপর পাওয়ার প্রেজেন্ট উপাস্থাপন করেন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের উপ প্রকল্প পরিচালক মো. মাহবুবুর খানঁ।

এ সময় বক্তরা মা ইলিশ রক্ষায় আরও বেশি বেশি সচেতন ও ইলিশের উৎপাদন লক্ষ্যমাত্র বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগস্ট থেকে ১৫ টাকা কেজিতে চাল পাবে ৫৫ লাখ পরিবার
কাশিয়ানীতে ৭ শিক্ষকের স্কুল থেকে ২০ শিক্ষার্থীর কেউ পাস করেনি
ফরিদপুরে ডিআইজি রেজাউল করিমের সফর: অপরাধ পর্যালোচনা সভা, কল্যাণ সভা ও ড্রিল শেড উদ্বোধন
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ জুলাই স্মরণ অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা