পুলিশ আতঙ্কে নদীতে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২১, ১৯:১৮
অ- অ+

চাঁদপুর শহরের কয়লাঘাট এলাকায় পুলিশ ভেবে মো. রুবেল (২০) নামে এক যুবক আতঙ্কে ডাকাতিয়া নদীতে ঝাঁপ দিয়েছে এবং পরে নদীতেই তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে যুবকটির লাশ উদ্ধার করেছে নৌ ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত রুবেল পুরানবাজার মেরকাটিজ রোডের হুমায়ুন বেপারীর ছেলে। তিনি পেশায় অটোবাইক চালক। মঙ্গলবার দুপুরে কয়লাঘাট মা ডকইয়ার্ড এর সামনে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। এরপর চাঁদপুর মডেল থানা পুলিশের কাছে লাশটি হস্তান্তর করে ফায়ার সার্ভিস সদস্যরা।

এলাকাবাসী জানান, শহরের পুরান বাজারে গভীর রাতে রুবেল ও তার বন্ধু রাব্বি গাঁজা সেবনের সময় পুলিশ ভেবে আতঙ্কে ডাকাতিয়া নদীতে ঝাঁপ দেয়। এ সময় রাব্বি পাড়ে উঠতে পারলেও রুবেল নিখোঁজ হয়।

রুবেলের সহপাঠী হাসান রাব্বি জানান, কয়লা ঘাটের নদীর পাড়ে দুই বন্ধু বসে সুখ-দুখের আলাপ করছিলেন। এ সময় লাইটের আলো দেখে পুলিশ ভেবে দুজনে নদীতে ঝাঁপ দেন। এসময় রুবেলের শরীরে প্রচন্ড জ্বর থাকায় সে পানির নিচে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। বহু খোঁজাখুঁজির পর সকালে ফায়ার সার্ভিসের একটি দল তার লাশ নদী থেকে উদ্ধার করে।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, সোমবার দিবাগত রাতে ৫ নম্বর ঘাটে তারা দুজন বসে মাদক সেবন করছিল। জনৈক ব্যক্তি নদীর পাড়ে টস লাইট মারার কারণে তারা পুলিশ ভেবে নদীতে ঝাঁপ দেয়। এ সময় রুবেল ডাকাতিয়া নদীতে তলিয়ে যায় এবং তার সঙ্গে থাকা রাব্বি পাড়ে উঠতে সক্ষম হয়। নিহত রুবেলের লাশ আইনি পক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

(ঢাকাটাইমস/৫অক্টোবর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ২ সদস্য আটক
স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে খালেদা জিয়া কখনো আপস করেননি: কাদের গনি চৌধুরী 
সুনামগঞ্জে পিকআপের ধাক্কায় শিশু নিহত
ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ২১ মে শুরু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা