চেয়ারম্যানপ্রার্থীকে হাসপাতালে দেখতে গিয়ে ইউপি সদস্য গ্রেপ্তার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সাবেক ছাত্রলীগ নেতা ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীকের মনোনয়নপ্রত্যাশী আহাম্মদ উল্লাহ সিদ্দিকী সোহেলকে (৪৫) ২৯ সেপ্টেম্বর রাতে নিজ বসতঘরে কুপিয়ে হত্যার চেষ্টা করে দুর্বত্তরা। এ সময় বাধা দিতে গেলে সোহেলের স্ত্রী মাহমুদা রহমান মনিকেও (৩৫) আহত করা হয়। উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের উত্তর বনগাঁও গ্রামে ঘটনাটি ঘটে।
এর এক সপ্তাহ পর ঘটনার সাথে জড়িত সন্দেহে আঠারবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) হাদিস মিয়াকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। বুধবার সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ জানায়, ২৯ সেপ্টেম্বর গভীর রাতে একদল সশস্ত্র মুখোশধারী আহাম্মদ উল্লা হোসেন সিদ্দিকী ওরফে সোহেলের বাড়ির লোহার ফটক ভেঙে শয়নকক্ষে প্রবেশ করে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। স্বামীকে বাঁচাতে এসে স্ত্রী মাহমুদা আক্তারও আহত হন। তাদের গুরুতর আহত অবস্থায় ওই রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোহেল বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা করেন আহতের বড়ভাই আমিন ইউ সিদ্দিকী জুয়েল। এরপরই গত মঙ্গলবার মামলাটি তদন্তের দায়িত্ব পায় ডিবি পুলিশ।
এদিকে গত মঙ্গলবার বিকালে স্থানীয় আঠারবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য হাদিস মিয়া আহত সোহেলকে দেখতে হাসপাতালে যান। ওই সময় ওঁৎ পেতে থাকা ডিবি পুলিশ হাদিস মেম্বারকে মাসকান্দা এলাকা থেকে গ্রেপ্তার করে।
(ঢাকাটাইমস/৭অক্টোবর/এলএ)

মন্তব্য করুন