অস্ত্রধারীদের সঙ্গে তালেবানের তুমুল সংঘর্ষে নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক
 | প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২১, ১১:৩০

আফগানিস্তানে তালেবানের সঙ্গে অস্ত্রধারীরের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ১৬ জন নিহ হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন সাত শিশু ও তিন নারী।

আফগান সংবাদমাধ্যম টোলো নিউজের খবরে বলা হয়েছে, দেশটির পশ্চিমাঞ্চলের প্রদেশ হেরাতে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, এ ঘটনায় ইসলামিক আমিরাতের তিনজন নিহত হয়েছেন। যে ঘরে হামলা চালানো হয়েছে, সেটির মালিক আইএস সংশ্লিষ্ট কেউ বলে মনে করা হচ্ছে।

তথ্য ও সংস্কৃতি বিভাগের হেরাতপ্রদেশের পরিচালক মৌলভী নাইমুল হক হাক্কানি বলেন, সংঘর্ষে চার অপহরণকারী নিহত হয়েছেন।

হেরাত শহরের পুলিশ কর্মকর্তা মীর আঘা বলেন, আমরা বিপুল অস্ত্র, বিস্ফোরণ ও গ্রেনেড জব্দ করেছি।

ইসলামিক আমিরাতের এক সদস্য বলেন, সংঘর্ষ শুরু হয়েছে সকাল সাড়ে ১০টার দিকে। চলে বিকাল ৪টা পর্যন্ত। অস্ত্রধারীদের হাতে একে-৪৭ এবং মেশিনগান ছিল। সংঘর্ষে আশপাশের বেশ কিছু ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঢাকাটাইমস/২৬অক্টোবর/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :