বিশ্ব ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়িয়েছে: মাহমুদ আব্বাস

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ১১ মে ২০২৪, ০০:০৭ | প্রকাশিত : ১১ মে ২০২৪, ০০:০১
মাহমুদ আব্বাস, ছবি: এএফপি

জাতিসংঘে ফিলিস্তিনের ‘অধিকার ও সুযোগ-সুবিধা’ বিষয়ক প্রস্তাবের ভোটাভুটিকে স্বাগত জানিয়েছেন স্বশাসিত ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

প্রস্তাবটি পাসের পর এক প্রতিক্রিয়ায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ‘আজকের সাধারণ পরিষদের ভোটের পর ফিলিস্তিন জাতিসংঘে পূর্ণ সদস্যপদ পাওয়ার জন্য চাপ অব্যাহত রাখবে।’

তিনি বলেন, ‘রেজুলেশনের পাস থেকে প্রমাণিত হয়েছে যে বিশ্ব ফিলিস্তিনি জনগণের অধিকার ও স্বাধীনতার সঙ্গে এবং ইসরায়েলের দখলদারির বিরুদ্ধে দাঁড়িয়েছে।’

অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই ভোটাভুটির নিন্দা জানিয়েছে।

সংশ্লিষ্ট খবর: জাতিসংঘে ফিলিস্তিনের ‘অধিকার ও সুযোগ-সুবিধা’ বিষয়ক প্রস্তাব পাস

জাতিসংঘে মার্কিন উপ-রাষ্ট্রদূত রবার্ট উড প্রস্তাবটি উত্থাপনের প্রতিক্রিয়ায় একে ‘একতরফা’ আখ্যা দিয়ে বলেছেন, ‘সাধারণ পরিষদে জাতিসংঘের এই পদক্ষেপ দ্বি-রাষ্ট্রীয় সমাধানে অগ্রসর হবে না। আমাদের ভোট ফিলিস্তিনি রাষ্ট্রের বিরোধিতা প্রতিফলিত করে না। আমরা খুব স্পষ্ট বলেছি যে, আমরা এটিকে (দ্বি-রাষ্ট্র সমাধান) সমর্থন করি এবং এটিকে অর্থপূর্ণভাবে এগিয়ে নিতে চাই। আমরা চাই দুই পক্ষের সরাসরি আলোচনার মাধ্যমে সমাধান হোক।’

সদস্য রাষ্ট্রগুলো ফিলিস্তিনের পক্ষে ব্যাপক সমর্থন জানায়জাতিসংঘের সাধারণ পরিষদের ‘অধিকার ও সুযোগ-সুবিধা’ বিষয়ক প্রস্তাবটি শুক্রবার নিউ ইয়র্কের স্থানীয় সময় সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টা) পাস হয়।

ভোটাভুটির আগে সাধারণ পরিষদের সদস্যরা প্রস্তাবের পক্ষে-বিপক্ষে ভাষণ দেন।

প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৪৩টি সদস্য রাষ্ট্র। বিপক্ষে ভোট দেয় ৯টি এবং ভোটদানে বিরত থাকে ২৫টি দেশ। ইসরায়েল-যুক্তরাষ্ট্রের পর হাঙ্গেরি, আর্জেন্টিনা ও আলবেনিয়া ছাড়া উল্লেখযোগ্য কোনো দেশ এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়নি।

প্রস্তাবটি পাস হওয়ার ফলে পুনরায় নিরাপত্তা পরিষদকে জাতিসংঘের ১৯৪ তম সদস্য করার জন্য ফিলিস্তিনের অনুরোধটি অনুকূলভাবে পুনর্বিবেচনার আহ্বান জানাতে পারবে সাধারণ পরিষদ।

এছাড়াও রেজুলেশনটি পাস হওয়ায় ফিলিস্তিন এখন থেকে জাতিসংঘের বিভিন্ন সংস্থার সদস্যপদ সহ আরও বেশি অধিকার ও সুযোগ-সুবিধা পাবে।

ফিলিস্তিন বর্তমানে একটি নন-সদস্য পর্যবেক্ষক রাষ্ট্র। গত মাসে পূর্ণ সদস্যপদের প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দিয়েছিল। তবুও, সাধারণ পরিষদ এই জরুরি অধিবেশনে এই রেজুলেশনের দিকে নজর রাখছে যা ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেবে না কিন্তু তাদের অনেক বেশি অধিকার ও সুযোগ-সুবিধা দেবে।

জাতিসংঘে আল-জাজিরার প্রতিনিধি সাংবাদিক গ্যাব্রিয়েল এলিজোন্ডো জানিয়েছেন, এই প্রস্তাব পাস হওয়ার ফলে জাতিসংঘের বিভিন্ন সংস্থায় যোগদানে সক্ষম হবে এবং চলতি বছরের সেপ্টেম্বর থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন কক্ষে অন্যান্য সদস্যদের সঙ্গে আসন পাবে ফিলিস্তিন।

ভোটাভুটির আগে নিজেদের প্রতিক্রিয়ায় জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান বলেছেন, ‘জাতিসংঘ এখন একটি সন্ত্রাসী রাষ্ট্রকে স্বাগত জানাচ্ছে। সাধারণ পরিষদে আজ শুধু ফিলিস্তিনি কর্তৃপক্ষের একটি রাষ্ট্রকে অধিকার দেওয়ার কথা বলা হচ্ছে না, আজ হামাসের ভবিষ্যত সন্ত্রাসী রাষ্ট্রকে সুযোগ-সুবিধা ও অধিকার দেওয়ার কথা বলা হচ্ছে।’

অন্যদিকে জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর বলেছে, ‘ফিলিস্তিনে ৩৫ হাজরেরও বেশি মানুষ নিহত হয়েছে, ৮০ পঙ্গু হয়েছে, দুই মিলিয়ন বাস্তুচ্যুত হয়েছে এবং সবকিছু ধ্বংস হয়ে গেছে। কিন্তু ইসরায়েলের পরিকল্পনা পরিবর্তন হয়নি। ধ্বংস এবং বাস্তুচ্যুতির মাধ্যমে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে কর্মকাণ্ডের নিষ্ঠুর ও বিস্তৃত ধরণকে বিশ্ব এখন বুঝতে শুরু করেছে।’

(ঢাকাটাইমস/১০মে/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ইরানে ৫ দিনের রাষ্ট্রীয় শোক, মঙ্গলবার রাইসিসহ নিহতদের দাফন

বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন যেসব বিশ্ব নেতা 

ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি

ইব্রাহিম রাইসি: বিচারক থেকে প্রেসিডেন্ট

প্রেসিডেন্ট রাইসিসহ ৯ জনের মরদেহ উদ্ধার

প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীসহ সব আরোহীর মৃত্যু নিশ্চিত করল ইরান  

ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি

ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার

হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসিসহ সব আরোহী নিহত: রাষ্ট্রীয় গণমাধ্যম

প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টারের ধ্বংসাবশেষে প্রাণের কোনো চিহ্ন নেই

এই বিভাগের সব খবর

শিরোনাম :