কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচন: প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

চতুর্থ ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সিলেটের কানাইঘাট উপজেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
সোমবার রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার কানাইঘাট উপজেলার চেয়ারম্যান পদের সাতজন, ভাইস চেয়ারম্যান পদের দুজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেন।
চেয়ারম্যান পদে প্রতীক বরাদ্দ পাওয়া প্রার্থীরা হলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য শামসুজ্জামান বাহার (ঘোড়া) সিলেট জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ (মোটরসাইকেল),প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক সচিব (প্রতিমন্ত্রী) আবুল হারিছ চৌধুরীর চাচাতো ভাই আবুল মনসুর চৌধুরী (হেলিকপ্টার), ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী বেলাল আহমদ (দোয়াত কলম), সাবেক ছাত্রনেতা খায়ের উদ্দিন চৌধুরী (টেলিফোন) খায়রুল আমিন (আনারস) ও এনামুল হক (কাপ পিরিচ)।
ভাইস চেয়ারম্যান পদে প্রতীক পাওয়া প্রার্থীরা হলেন খেলাফত মজলিশ নেতা মাওলানা খালেদ আহমদ (চশমা) ও সাবেক কাউন্সিলর মো. ফখর উদ্দিন শামীম (টিউবওয়েল)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতীক পাওয়া প্রার্থীরা হলেন- উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক রোকশানা জাহান (পদ্মফুল) ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম ফুটবল মার্কা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন।
প্রতীক বরাদ্দের পরপরই প্রার্থীরা লিফলেট বিতরণ ও মাইকিং করে নির্বাচনি প্রচারণায় নেমে পড়েছেন।
উল্লেখ্য, ৪র্থ ধাপে আগামী ৫ জুন কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা দুই লাখ ১৮ হাজার ৯শ’ ১৩ জন।
(ঢাকাটাইমস/২০মে/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন