কেন ডিভোর্স হয়েছিল? ১০ বছর পর জানালেন হৃত্বিকের প্রাক্তন স্ত্রী

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ মে ২০২৪, ১৫:৫৮
অ- অ+

সালটা ২০০০। ‘কাহো না পেয়ার হ্যায়’ দিয়ে বলিউডে রাজকীয় অভিষেক হয়েছিল হৃত্বিক রোশনের। ওই বছরই সুজান খানকে বিয়ে করে সংসারী হন অভিনেতা। দুই পুত্রসন্তানের বাবাও হন। কিন্তু টেকেনি সংসার। ২০১৩ সাল থেকে আলাদা থাকতে শুরু করেন হৃত্বিক-সুজান। পরের বছরই পাকাপাকি ডিভোর্স।

কিন্তু কেন টেকেনি সংসার? এ নিয়ে কখনো স্পষ্ট করে কিছু জানাননি হৃত্বিক বা তার প্রাক্তন স্ত্রী সুজান খান। অবশেষে ডিভোর্সের দীর্ঘ ১০ বছর পর সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিষয়টি খোলাসা করেছেন হৃত্বিকের প্রাক্তন স্ত্রী।

সুজান বলেন, ‘আমরা একে-অপরকে খুবই সম্মান করি। বিবাহ বিচ্ছেদের কারণ যদি জানতে চান, তাহলে বলব, প্রথম দিকের সেই টান আর ছিলই না। অনেকটা সময় পর উপলব্ধি করেছিলাম, আমরা আলাদা থাকলেই ভালো থাকব। ফলে এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম যে, ডিভোর্সটাই চূড়ান্ত।’

বর্তমানে সম্পর্কে রয়েছেন হৃত্বিক সুজান দুজনই। হৃত্বিক দুই বছরের বেশি সময় ধরে প্রেম করছেন মুসলিম গায়িকা সাবা আজাদের সঙ্গে। অন্যদিকে, নায়কের প্রাক্তন স্ত্রী সুজান খান সম্পর্কে রয়েছেন আরসানাল গোনির সঙ্গে। তবে দুই সন্তান মা-বাবা দুজনের সঙ্গেই সময় কাটায়।

(ঢাকাটাইমস/২০মে/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সালথায় নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল কলেজছাত্রের
ইবিতে গুচ্ছভুক্ত ‘বি ইউনিটের’ উপস্থিতি ৯৬ শতাংশ
ফেনীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
ব‍্যাংকার হয়ে আমি কীভাবে লেখালেখির সময় পাই?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা