উপজেলা নির্বাচন: মির্জাপুরে ৯ প্রার্থীর মধ্যে ৮ জনের প্রতীক বরাদ্দ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২০ মে ২০২৪, ২০:৩৩

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে ৯ জন প্রার্থীর মধ্যে ৮ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার সকালে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও রিটার্নিং কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী জেলা প্রশাসকের মিলনায়তনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন।

এদিকে ঋণ খেলাপির দায়ে বিশিষ্ট শিল্পপতি রেজাউল করিম বাবুলের মনোনয়নপত্র বাতিল হলে তিনি প্রার্থীতা ফিরে পেতে হাইকোর্টে আপিল করায় তাকে প্রতীক বরাদ্দ দেয়া হয়নি বলে জানা গেছে।

নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারীরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোজাহিদুল ইসলাম মনির (কাপপিরিচ), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত (আনারস), টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য ও বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি ফিরোজ হায়দার খান (মোটরসাইকেল)।

ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারীরা হলেন- উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক বর্তমান ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম (তালা) ও আওয়ামী লীগ নেতা ব্যবসায়ী শওকত মিয়া (টিউবওয়েল)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারীরা হলেন- উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা (ফুটবল), বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সদস্য মাহবুবা শাহরীন (কলস), টাঙ্গাইল জেলা মহিলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চাঁদ সুলতানা (হাঁস)।

আগামী ৫ জনু মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাচনের আচরণ বিধি প্রতিপালনে নিয়োজিত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

(ঢাকা টাইমস/২০মে/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :