আমেরিকায় শাফিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ জুলাই ২০২৪, ২০:১০
অ- অ+

আমেরিকার ভার্জিনিয়ায় ব্যান্ড কিংবদন্তি শাফিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টায় ভার্জিনিয়ার দার আল নূর ইসলামিক কমিউনিটি মসজিদে এই জানাজা সম্পন্ন হয়। এতে প্রায় দুই হাজার মানুষ অংশ নেন বলে জানিয়েছেন শাফিনের ছেলে আযরাফ রাকিন আহমেদ ওজি।

শাফিনের ছেলে বলেন, ‘বাবা কবে নাগাদ দেশের মাটি স্পর্শ করতে পারবে, তা আমরা আগামীকাল (রবিবার) বলতে পারব। ইতোমধ্যে বাবার প্রথম জানাজা হয়েছে ভার্জিনিয়ার দার আল নুর মসজিদে। প্রায় দুই হাজার মানুষের উপস্থিতি ছিল।

শাফিন আহমেদ জুলাই যুক্তরাষ্ট্রে যান। সেখানে একটি কনসার্টে অংশ নেন তিনি। ভার্জিনিয়ায় গত ২০ জুলাইয়ে আরেকটি কনসার্টে অংশ নেওয়ার আগেই অসুস্থ হয়ে পড়েন। ২৫ জুলাই বাংলাদেশ সময় ভোরে না ফেরার দেশে পাড়ি জমান এই কিংবদন্তি ব্যান্ড তারকা।

এদিকে শাফিনের মরদেহ দেশে আনতে যুক্তরাষ্ট্রে গিয়েছেন তার ভাই হামিন আহমেদ। বনানীতে বাবা সুরকার কমল দাশগুপ্তের কবরে তাকে সমাহিত করা হবে বলে জানিয়েছেন শাফিনের ছেলে আযরাফ ওজি। পাশেই আছে শাফিনের মা সংগীতশিল্পী ফিরোজা বেগমের কবর।

(ঢাকাটাইমস/২৭জুলাই/এলএম/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা