সিংড়ায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ

নাটোরের সিংড়ায় স্বেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনে বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় সিংড়ার নিজ বাসভবনে মুঠোফোনে যুক্ত হয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
আলোচনা সভায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাসান ইমামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক আনিছুর রহমান লিখন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মহন আলী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৌরভ হোসেন, সাধারণ সম্পাদক মাসুম রাব্বি প্রমুখ।
পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন রাস্তা, শোলাকুড়া রাস্তা, গোডাউনপাড়া ঈদগাহ মাঠসহ উপজেলার বিভিন্ন রাস্তা ও বাড়িতে পাঁচ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ ও বিতরণ করা হয়।

মন্তব্য করুন