যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৮৪ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ মে ২০২৫, ০৯:০৭
অ- অ+

কাতারে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলায় আরও ৮৪ জন নিহত হয়েছেন। বুধবার ভোর থেকে উত্তর গাজায় জাবালিয়া শরণার্থী শিবিরসহ বেশ কিছু স্থানে ইসরাইলি হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে আরও ১০ জন নিহত হয়েছেন। এছাড়া আরও কয়েকটি জায়গায় হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুধু জাবালিয়াতেই নিহত হয়েছে প্রায় ৫০ জন। দক্ষিণ গাজার খান ইউনুস শহরে মারা গেছে আরও ১০ জন। বহু মানুষ আহত, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধারে কাজ করছেন স্বেচ্ছাসেবীরা। অনেক জায়গায় উদ্ধারকাজে ব্যবহৃত হচ্ছে মুঠোফোনের আলো ও হাতে ধরা সরঞ্জাম।

আল জাজিরার মধ্য গাজার দেইর আল-বালাহ থেকে পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ‘পদ্ধতিগত ও তীব্র’ হামলা চালাচ্ছে। এসব হামলার লক্ষ্য মূলত আবাসিক ভবন, যাতে মানুষ স্থানত্যাগে বাধ্য হয় এবং তাদের উত্তর গাজা থেকে সরিয়ে দেওয়া সহজ হয়।

এদিকে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ বলেন, যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা পুনরায় চালুর বিষয়ে “সব দিকেই ভালো অগ্রগতি” হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই একটি ইতিবাচক ঘোষণা আসতে পারে।

তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগেই জানিয়েছেন, যুদ্ধবিরতি হলেও গাজায় সামরিক অভিযান বন্ধ করা হবে না।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ৫২ হাজার ৯০৮ জন মানুষ। বাস্তুচ্যুত হয়েছেন ৯০ শতাংশের বেশি ফিলিস্তিনি।

(ঢাকাটাইমস/১৫ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফের আলোচনায় সেই হ্যাপি, মুফতি স্বামীর বিরুদ্ধে মামলা
এলো পোস্টার, কবে শুরু ‘ব্যাচেলর পয়েন্ট’র নতুন সিজন?
আগামী পাঁচ দিন ঝরবে বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণ
সিগারেটের প্যাকেটের দাম সর্বনিম্ন ৯০ টাকা করার দাবি ডর্‌প যুব ফোরামের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা