মাহবুবুল হক নান্নু'র বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, প্রতিবাদ জানাল মহিলা দলের সাধারণ সম্পাদক

কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নুর নামে মিথ্যা অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ। একইসঙ্গে তিনি অভিযোগকারীকে তার অভিযোগ প্রত্যাহারেরও আহ্বান জানান। ১৪ মে মহিলা দলের অফিসিয়াল কাগজে বিবৃতির মাধ্যমে কালকাঠী জেলা মহিলা দলের সভাপতি মতিয়া মাহফুজ জুয়েলকে এই আহ্বান জানান।
এদিকে মাহবুবুল হক নান্নু একসময় বিএম কলেজের ভিপি ছিলেন। পতিত আওয়ামী লীগ সরকার বিরোধী যেকোনো আন্দোলনে তিনি সবসময় মাঠে থেকেছেন। তাকে নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে মিথ্যা অভিযোগ দেওয়ার ঘটনা ঘটে। এরই প্রতিবাদ জানালেন মহিলা দলের সাধারণ সম্পাদক।
বিবৃতিতে জানানো হয়, ৯ই মে ঝালকাঠী স্থানীয় শিল্পকলা একাডেমীতে বিকাল তিনটায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত ৩১দফা বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কেন্দ্রীয় মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং আমি সুলতানা আহমেদ উপস্থিত ছিলাম। কর্মসূচি শেষে ঢাকায় আসার পর জানতে পারলাম, আপনি (মতিয়া মাহফুজ জুয়েল জেলা মহিলা দল সভাপতি) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে দলের নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ত্যাগী ও রাজপথের সহকর্মী মাহবুবুল হক নান্নুর নাম উল্লেখ করে অভিযোগ দিয়েছেন। তাতে বলেছেন, 'আপনার সঙ্গে উনি খারাপ ব্যবহার করেছেন'। তবে যে অভিযোগ দিয়েছেন তার মতো কোনো ঘটনা হয়নি। সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এমন অভিযোগ আমার জন্য বিব্রতকর বটে- বলেন সুলতানা আহমেদ।
ওই চিঠিতে আরও বলা হয়েছে, 'আপনি অনতিবিলম্বে এই মিথ্যা অভিযোগ প্রত্যাহার করবেন বলে এই মর্মে নির্দেশ প্রদান করছি। ভবিষ্যতে কারো প্ররোচনায় এমন কাজ থেকে নিজেকে বিরত রাখার জন্য সতর্ক করা হলো।'
ঢাকাটাইমস/১৫মে/এসএস/

মন্তব্য করুন