শেরপুরে পুলিশ সদস্যের সম্পদের পাহাড়, দুদককে তদন্তের নির্দেশ আদালতের

​​​​​​​আঞ্চলিক প্রতিনিধি, শেরপুর
  প্রকাশিত : ২৫ জুলাই ২০২৪, ২২:১৩| আপডেট : ২৫ জুলাই ২০২৪, ২৩:২৩
অ- অ+

শেরপুরে শরিফুল ইসলাম (বিপি নং ৮০০০০১৬৭১২) নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ এনে ডা. .এফ.এম হেফজুল বারি খাঁন নামে জনৈক ব্যক্তি বাদী হয়ে দুর্নীতি দমন কমিশনের আইন-২০০৪ এর ২৭ (১১) ধারায় মামলাটি করেছেন।

আদালত মামলাটি আমলে নিয়ে ১৫ কার্য দিবসের মধ্যে অভিযোগে আনিত সকল প্রমাণাদি চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় জামালপুরে জমাদানের নির্দেশ দিয়েছেন বিচারক মোহাম্মদ তৌফিক আজিজ।

পুলিশ সদস্য শরিফুল ইসলাম ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের চৈতাজানি গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।

আদালতের নির্দেশে মামলাটি তদন্ত কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, জামালপুর।

বাদীর অভিযোগ সূত্রে জানা গেছে, ঝিনাইগাতী উপজেলা মালিঝিকান্দা ইউনিয়নের চৈতাজানি গ্রামের হত-দরিদ্র মৃত আব্দুল মান্নানের ছেলে শরিফুল ইসলাম ২০০০ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে যোগদান করেন। কয়েক বছর পর তিনি এএসআই পদে পদোন্নতি লাভ করে পুলিশ হেড কোয়াটারে যোগদান করেন। পরবর্তীতে তিনি সাবেক অতিরিক্ত আইজিপি মোকলেছুর রহমান পান্নার গানম্যান হিসেবে দ্বায়িত্ব পালন করেন। সেখান থেকেই শরিফুল ইসলামের আঙুল ফুলে কলাগাছ হওয়া শুরু। বাদীর অভিযোগ ২০১৩-১৮ সাল পর্যন্ত বছরেই তিনি শেরপুর পৌর শহরের কাজিবাড়ি পুকুরপাড় এলাকায় জায়গা কিনে প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেছেন তলা বিশিষ্ট অত্যাধুনিক বাড়ি। একই সময়ে তিনি ঝিনাইগাতী উপজেলাতে শ্রীবরর্দী উপজেলাতে এবং শেরপুরে ক্রয় করেছেন এক কোটি ১৭ লক্ষ ৩৩ হাজার টাকার জমি। এছাড়া ঝিনাইগাতী উপজেলায় শ্রীবরর্দী উপজেলার বিভিন্ন স্থানে নামে বেনামে তার অঢেল সম্পদ, রয়েছে বলে বাদী অভিযোগ করেছেন।

এদিকে পুলিশের একজন এএসআই এত অল্প সময়ে অঢেল সম্পদের মালিক কীভাবে হলেন বুঝতে পারছেন না এলাকাবাসীও।

ব্যাপারে জানতে এএসআই শরিফুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও তাহার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তার ছোট ভাই শহিদুল ইসলাম বলেন, দুদক যেহেতু তদন্ত করছে সেহেতু এই বিষয়ে কিছু বলতে পারবো না। তবে সংবাদ প্রকাশ করলে প্রতিবেদককে দেখে নেওয়ার হুমকিও দিয়েছেন তিনি।

মামলার বাদী ডা. .এফ.এম হেফজুল বারি খাঁন জানান, যেহেতু আমি ওই পুলিশের মুখোশ উন্মোচনের জন্য মামলা করেছি। আশা করছি আদালতের কাছে ন্যায় বিচার পাবো।

দুদক মামলাটি তদন্তে বেশি সময় নিচ্ছে জানিয়ে হেফজুল বারি খাঁন বলেন, তারা কেনো এত সময় নিচ্ছে তা বলতে পারছি না।

ঢাকাটাইমস/২৫জুলাই/পিএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার
মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবনে আগুন
কারামুক্ত হলেন মডেল মেঘনা আলম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা