খাগড়াছড়িতে ইউপিডিএফের সংগঠককে গুলি করে হত্যা
খাগড়াছড়ির দীঘিনালায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট, প্রসিত বা ইউপিডিএফের সংগঠক জুনেল চাকমাকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার ভোরে উপজেলার কবাখালি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাঙ্গারীমাছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জুনেল চাকমা (৩১) উপজেলার দীঘিনালা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আমতলি এলাকার তপ্ত রঞ্জন চাকমার ছেলে।
ইউপিডিএফ (প্রসিত) দীঘিনালা উপজেলা শাখার সংগঠক সজীব চাকমা তাদের সংগঠনের কর্মী জুনেল চাকমার হত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, জুনেল ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের চট্টগ্রাম মহানগর শাখার সাবেক কর্মী ছিলেন।
সম্প্রতি তিনি মূল সংগঠনের সেঙ্গে যুক্ত হয়ে বর্তমানে ঘটনাস্থল তারাবুনিয়া অঞ্চলে দলের সংগঠকের দায়িত্ব পালন করছিলেন। ঘটনার সময় তিনি শিক্ষক ললিত চাকমার বাড়িতে অবস্থান করছিলেন। এ ঘটনার জন্য তিনি প্রতিপক্ষ সংগঠন জেএসএস (এম এন লারমা) এবং ইউপিডিএফকে (গণতান্ত্রিক) দায়ী করেছেন।
তবে জেএসএস (এমএন লারমা) উপজেলা শাকার সাংগঠনিক সম্পাদক সমীর চাকমা বলেন, ‘মারামারিতে লিপ্ত ইউপিডিএফ (প্রসিত) এবং জেএসএস (সন্তু) পক্ষ। আমাদের সংগঠন কোনো মারামারিতে বিশ্বাস করে না এবং এসব ঘটনায় জড়িতও হয় না।’
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।’
(ঢাকাটাইমস/২৭জুলাই/এজে)