অল্প বয়সের যে ভুলের কারণে এখনো হাত কামড়ান সোনম কাপুর

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জুলাই ২০২৪, ১৬:২০
অ- অ+

অভিনয়ের বাইরে ফ্যাশন সেন্সের কারণেও বলিউডে বেশ পরিচিত মুখ সোনম কাপুর। অন্যান্য অভিনেতাদের সম্পর্কে খোলামেলা মন্তব্যের জন্যও তিনি আলোচিত। একবার করণ জোহরের চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ, সোনম তার সমবয়সি সহকর্মীদের ফ্যাশন সেন্স এবং অভিনয় দক্ষতা নিয়ে বেফাঁস মন্তব্য করেও বিতর্কে জড়ান তিনি।

তবে বর্তমানে এই নায়িকা যথেষ্ট আত্ম-সচেতনতা অর্জন করেছেন বলে অনেকে মনে করছেন। কারণ অতীতে নিজের করা মন্তব্যগুলো যে ভুল ছিল, তা তিনি নিজেই স্বীকার করেছেন।

এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে সোনাম বলেন, ‘আগে সবসময় ভাবতাম আমি জাজমেন্টাল নই, কিন্তু পরে আমি অনুভব করি যে আমি পৃথিবীর সবচেয়ে জাজমেন্টাল মানুষ। অল্প বয়সে কতজনের বিষয়ে কত মন্তব্য করেছি, কত কটূক্তি করেছি। সেসব নিয়ে আফসোস হয়। বর্তমান সময় হলে দর্শকরা তো আমাকে প্রত্যাখ্যান করতেন, শূলে চড়াতেন।’

‘কফি উইথ করণ সিজন ৩’- এ, সোনম কাপুর এবং দীপিকা পাড়ুকোন দুজনেই তাদের প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরের বিষয়ে নানা মন্তব্য করেন। বলা ভালো তারা অভিনেতাকে নিয়ে বহু কটূক্তিও করেছিলেন। রণবীরকে যখন বয়ফ্রেন্ড হিসেবে মূল্যায়ন করতে বলা হয়েছিল, তখন সোনম ব্যাঙ্গ করে বলেছিলেন, বন্ধু হিসেবে মূল্যায়ন করতে পারলেও রণবীরের যে গুণ তাতে তাকে সঙ্গী হিসেবে মূল্যায়ণ করা যায় না।

ছেলের সম্পর্কে এসব মন্তব্য শুনে সে সময় রণবীরের বাবা ঋষি কাপুর দীপিকা এবং সোনামের তীব্র সমালোচনা করেছিলেন। মানুষকে নিয়ে কটূক্তি করার পরিবর্তে তাদের ক্যারিয়ারে মনোনিবেশ করার পরামর্শও দিয়েছিলেন।

এছাড়া ‘কফি উইথ করণ’-এর অন্য এক সিজনে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতকেও চিনতে পারেননি সোনম! ব়্যাপিড ফায়ার রাউন্ডের এক প্রশ্নের জবাব দেওয়ার সময় সুশান্তের নাম সামনে আসতেই হোঁচট খান অনিল কন্যা। ‘হট অউর নট’ বলতে হবে জানান করণ এবং তিনি পরপর কয়েকজন হিরোর নাম বলা শুরু করেন, সেই তালিকায় পাঁচ নম্বরে ছিল সুশান্তের নাম।

প্রথম চারজনের ক্ষেত্রে দ্রুত জবাব দেন সোনম কিন্তু সুশা্ন্তের নাম শুনে চমকে যান। বলেন.. ‘উম.. হট মনে হয়..আমি ঠিক জানি না।’ সুশান্তের মৃত্যুর পর এই ভিডিও ভাইরাল হয়ে যায়। সে সময় তুলুম ট্রোলিংয়ের মুখে পড়েছিলেন সোনম।

(ঢাকাটাইমস/২৫জুলাই/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আমাদের মধ্যে মতানৈক্য দেশটাকে খেয়ে ফেলবে: মির্জা আব্বাস 
নৌপথে অসুস্থ শিশুকে দ্রুত চিকিৎসা সহায়তা কোস্টগার্ডের
পরকীয়ার জেরে পুলিশ সদস্য স্বামীকে হত্যা: স্ত্রীসহ ছয়জনকে গ্রেপ্তার করল যাত্রাবাড়ী থানা পুলিশ
প্রাণঘাতী গুলি না ব্যবহারের অনুরোধ সায়ানের, পুলিশের কাউন্সিলিংয়ের পরামর্শ নিপুনের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা