গর্তে লুকিয়ে থাকা জঙ্গিদের খুঁজে বিচার করা হবে: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ জুলাই ২০২৪, ১৫:১৫| আপডেট : ২৭ জুলাই ২০২৪, ১৬:৫২
অ- অ+

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, প্রকাশ্যে থাকা জঙ্গিদের বিচার করা হচ্ছে। তবে গর্তে লুকিয়ে থাকা জঙ্গিদের খুঁজে বের করা কঠিন। এবার তাদেরও খুঁজে বের করে দ্রুত বিচারের আওতায় আনা হবে।’

শনিবার দুপুর ১টার দিকে মাদারীপুরে সার্বিক ডিপোতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় ক্ষতিগ্রস্থ বাস ও স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। পরে তিনি মাদারীপুর লেকপাড়ে একটি জনসভায় বক্তব্য দেন।

মোজ্জাম্মেল হক বলেন, ’৭১ সালে পাকহানাদার বাহিনী যেমন এদেশীয় দোসর রাজাকার আল-বদরদের সহযোগিতায় জ্বালাও পোড়াও করে ধ্বংস করেছে, ঠিক তেমন এবারও জামায়াত-শিবিররা মিলে সরকারি-বেসরকারি বহু স্থাপনা ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়েছে। এবার তাদের বিচার হবেই হবে।’

মন্ত্রী জানান, ‘ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করে দ্রুততম সময়ের মধ্যেই বিচার করা হবে।’

এসময় সাবেক মন্ত্রী শাজাহান খানের ব্যবসায়ী প্রতিষ্ঠান সার্বিক পরিবহনের ৩৮টি বাস পোড়ানো প্রসঙ্গে বলেন, ‘শাজাহান খান ২০১৮-২০১৯ সালে বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াওয়ের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ায় এবার তার প্রতিষ্ঠান বিএনপি-জামায়াত পুড়িয়ে ধ্বংসপুরীতে পরিণত করেছে। এটা কোনো সভ্য মানুষ করতে পারে না। আশা করি তাদের বিচারও হবে।’

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান, জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশীদ খান, পুলিশ সুপার মো. শফিউর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আসিবুর রহমান খান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিম, সার্বিক পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক হাফিজুর রহমান জাচ্চু খান প্রমুখ।

(ঢাকাটাইমস/২৭জুলাই/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ট্রেনে কাটা পড়ে দক্ষিণখান থানার এসআইয়ের মৃত্যু
গরমে আমের সঙ্গে যেসব খাবার খেলে হতে পারে বিষক্রিয়া
নোয়াখালীর চাটখিলে ইয়াবাসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার
ভারতের নতুন মহাকাশ অভিযান ব্যর্থ, মাঝপথেই ধ্বংস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা