রাজধানীর কিছু এলাকায় ইন্টারনেট সেবা চালু

পাঁচদিন পরে রাজধানীর কিছু কিছু স্থানে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে স্বল্পমাত্রায় ইন্টারনেট ব্যবহার করতে পারছেন বলে বেশ কয়েকজন গ্রাহক নিশ্চিত করেছেন।
রাত সাড়ে আটটার দিকে রমনা এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়েছে বলে জানিয়েছেন একজন ব্যবহারকারী। তিনি বলেন, “এই মুহূর্তে ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে। তবে গতি সীমিত রয়েছে।”
অন্যদিকে, রাত ৯টার পর ইস্কাটন গার্ডেন এলাকায় এক ব্যবহারকারী জানান, তিনি কিছুক্ষণের জন্য ইন্টারনেট ব্যবহার করেছিলেন।”
এছাড়া মৌচাকেও ইন্টারনেট সেবা পাওয়া যাচ্ছে বলে জানান একজন ব্যবহারকারী। আরও অনেক এলাকা থেকে ইন্টারনেট সেবা পাওয়ার তথ্য মিলেছে। এদিকে, রাতে এক সংবাদ সম্মেলনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, “আজ রাত থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে।”
এর আগে বিকালে দেশজুড়ে বন্ধ থাকা ইন্টারনেট সেবার বিষয়ে সুখবর দিয়েছিলেন পলক। তিনি বলেছিলেন, “আজ রাতেই ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হবে।”
“অগ্রাধিকারভিত্তিতে বাছাইকৃত এলাকায় চালু করা হবে ব্রডব্যান্ড ইন্টারনেট”, যোগ করেন তিনি।
এর আগে ১৮ জুলাই রাতে সারাদেশে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়।
(ঢাকাটাইমস/২৪জুলাই/এএইচ/এফএ)

মন্তব্য করুন