চাঁদা না পেয়ে মোহাম্মদপুরের সেই ব্যবসায়ীর অফিসে আবারও গুলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২৫, ১৯:২৩
অ- অ+

চাঁদা না পেয়ে দ্বিতীয় দফায় রাজধানীর মোহাম্মদপুরে এক ব্যবসায়ীর অফিসে ঢুকে গুলি করেছে সন্ত্রাসীরা। ‎সোমবার দুপুর দুইটার দিকে মোহাম্মদপুরের শের শাহ শুরী রোডে ৭৫/বি নম্বর বাড়িতে এই গুলির ঘটনা ঘটে। এর আগে গত ২৪ মার্চ সন্ধ্যায় একই বাড়িতে গুলির ঘটনা ঘটেছিল।

দ্বিতীয় দফা গুলির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সন্ত্রাসীদের শনাক্ত কিংবা গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।

‎সিসিটিভি ফুটেজ ও স্থানীয়রা জানায়, দুপুরে লাল রঙের মোটরসাইকেলে (পালসার) হেলমেট পরা দুইজন লোক আসেন। তারা মোটরসাইকেল থেকে নেমে বাড়ির নিরাপত্তারক্ষীর ওপর গুলি করতে গেলে তিনি দৌড়ে বাড়ির ভেতরে চলে যান। পরে নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে পেছন থেকে সন্ত্রাসীরা এক রাউন্ড গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে।

এদিকে ঘটনার পর ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

ব্যবসায়ী মনিরুল ইসলাম জানান, দুপুরে কে বা কারা এসে আমার বাড়িতে আবারও গুলি করেছে। সন্ত্রাসীদের দেখে দারোয়ান দৌড় দিলে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। দরজার পাশে দেয়ালে গুলি লেগেছে; গর্ত হয়ে গেছে। তবে কেউ হতাহত হননি।’

‎মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী ইফতেখার বলেন, ‘ঘটনা দেখে মনে হচ্ছে আগে যারা ঘটনা ঘটিয়েছিলো তারা এটা ঘটিয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল শনাক্তসহ আসামিদের শনাক্তে কাজ চলছে।’

(ঢাকাটাইমস/২৮এপ্রিল/এসএস/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডোনাল্ড ট্রাম্পের ১০০ দিন: যুক্তরাষ্ট্রের পাশাপাশি গোটা বিশ্ব পরিচালনার দাবি
গুলশান থানার মামলায় গ্রেপ্তার দেখানো হলো অভিনেতা সিদ্দিককে
রংপুরে রোহিঙ্গা নারীকে জন্মনিবন্ধন দেওয়ায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত
৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে আক্রমণ করতে পারে ভারত: আশঙ্কা পাক তথ্যমন্ত্রীর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা