বুধবারের মধ্যে সেবা পাবেন বেশিরভাগ ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহক

অগ্রাধিকার ভিত্তিতে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও এখনো বেশিরভাগ গ্রাহক সেবার বাইরে রয়েছেন। তবে বুধবারের মধ্যেই সিংহভাগ গ্রাহক ব্রডব্যান্ড ইন্টারনেট পেয়ে যাবেন।
দেশের ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি মো. ইমদাদুল হক গণমাধ্যমকে এ তথ্য জানান।
ইমদাদুল হক বলেন, দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের ৪০ শতাংশ পুনরায় ঠিক করা হয়েছে। সব লাইন চালু করার জন্য নিরলস কাজ চলছে। বেশিরভাগ গ্রাহক আজকের (বুধবার) মধ্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পাবেন।
গত বৃহস্পতিবার (১৮ জুলাই) রাত ৯টা নাগাদ ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়। এর আগের দিন বুধবার ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট সংযোগ বন্ধ। ফলে, সব ধরনের ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় গোটা দেশ।
এমন অবস্থার মধ্যে মঙ্গলবার রাজধানীর বিটিআরসি ভবনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক সাংবাদিকদের সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালুর বিষয়ে জানান।
টানা পাঁচ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার মধ্যরাত থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয়। তবে সবাই ইন্টারনেট পাচ্ছেন না। জরুরি সেবা, আর্থিক ও ব্যবসাপ্রতিষ্ঠান ও গণমাধ্যমসহ কিছু খাতকে প্রাধান্য দিয়ে অগ্রাধিকারভিত্তিতে বাছাইকৃত এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়েছে।
(ঢাকাটাইমস/২৪জুলাই/ডিএম)

মন্তব্য করুন