নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

​​​​​​​সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ জুলাই ২০২৪, ১৯:৫৮
অ- অ+

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম বলেছেন, বিএনপি-জামায়াতের নৈরাজ্যে দেশ আজ ধ্বংস স্তূপে পরিণত হয়েছে। তারা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছে। কোটা আন্দোলনের মেধাবী ছাত্রদের মাঝে ঢুকে তারা এই নৈরাজ্য করেছে। আজ তারা আওয়ামী লীগ সরকার হটানোর জন্য নানা ধরনের কৌশল অবলম্বন করছে। এদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে।

শনিবার বিকালে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় আওয়ামী লীগের কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয় এবং উপজেলার প্রায় দুই হাজার অসহায় কর্মহীনদের মাঝে খাবার বিতরণ করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুম চৌধুরী, যুব ক্রিয়া বিষয়ক সম্পাদক নেকবর হোসেন নাহিদ, সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোখলেসুর রহমান আমির, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা মাহমুদুল হাসান দুলাল, সাবেক ইউপি সদস্য মো. হালিম, আওয়ামী নেতা মাহফুজুর রহমান আওয়ামী নেতা শাহাবুদ্দিনসহ তৃণমূল আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

দিকে মেঘনা শিল্পনগরী এলাকায় উপজেলা আওয়ামী লীগের সদস্য শামসুজ্জামান সামসুর উদ্যোগেও দোয়া মাহফিল খাবার বিতরণ করা হয়।

ঢাকাটাইমস/২৭জুলাই/পিএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ট্রেনে কাটা পড়ে দক্ষিণখান থানার এসআইয়ের মৃত্যু
গরমে আমের সঙ্গে যেসব খাবার খেলে হতে পারে বিষক্রিয়া
নোয়াখালীর চাটখিলে ইয়াবাসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার
ভারতের নতুন মহাকাশ অভিযান ব্যর্থ, মাঝপথেই ধ্বংস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা