টাঙ্গাইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাশেদ ফারাজি (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার দুপুর সাড়ে ১২টায় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ঘাটাইল উপজেলায় নাগবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় জানায়, ফারাজি জামালপুর থেকে ঘাটাইলে বন্ধুর বাসায় বেড়াতে আসেন। সেখান থেকে শুক্রবার দুপুরে গোপালপুরের ২০১ গম্বুজ মসজিদ দেখতে মোটরসাইকেল নিয়ে গোপালপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় উপজেলার নাগবাড়ি এলাকায় পৌঁছালে গোপালপুরের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
(ঢাকা টাইমস/২৬জুলাই/এসএ)

মন্তব্য করুন