সেশনজটের শঙ্কা

শিক্ষকদের পেনশনের টেনসনে স্থবির উচ্চশিক্ষা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ জুলাই ২০২৪, ০০:০০| আপডেট : ০২ জুলাই ২০২৪, ১৩:১১
অ- অ+

সর্বজনীন পেনশন ব্যবস্থায় শিক্ষকদের অন্তর্ভুক্ত করে ঘোষিত ‘প্রত্যয় স্কিম’ বাতিলের দাবিতে একযোগে অনির্দিষ্টকালের সর্বাত্মক কর্মবিরতিতে নেমে পড়েছেন দেশের ৩৫ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এতে বন্ধ হয়ে গেছে শিক্ষা কার্যক্রম। ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় অনিশ্চিত অবস্থার মধ্যে পড়েছে শিক্ষার্থীরা।

কর্মবিরতিতে শামিল হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ অন্যান্য সব সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তাদের দাবি তিনটা। এগুলো হলো প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন।

এর বাইরে কর্মকর্তা-কর্মচারীদের দাবি, শুধু প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন বাতিল করা হোক। আর সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বাদ না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের।

অর্থ মন্ত্রণালয় থেকে প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন জারির পর থেকে এর বিরুদ্ধে সরব বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। এতদিন কর্মবিরতি পালিত হলেও বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষাগুলো এর আওতার বাইরে ছিল।

কিন্তু সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ দাপ্তরিক সব কার্যক্রম থেকে বিরত থাকছেন শিক্ষকরা।

রবিবারই সংবাদ সম্মেলন করে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক সমিতির মোর্চা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। তারা জানিয়ে দেয়, দাবি আদায় না হলে গতকাল থেকে সর্বাত্মক কর্মবিরতির চালানো হবে।

এরপর আলাদা আলাদাভাবে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়সহ দেশের ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়।

শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. নিজামুল হক ভুঁইয়া ঢাকা টাইমসকে জানান, পেনশনের প্রত্যয় স্কিম প্রত্যাহারে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। পেনশন নিয়ে অন্যরা তো আন্দোলন করছে না। আমরাও যেন আন্দোলনের পথে না থাকি, আমাদের যেন আন্দোলন করা না লাগে, সেই ব্যবস্থা সরকার করবে। কিন্তু, এখন পর্যন্ত আমাদের সঙ্গে কোনো প্রকার আলোচনায় বসা হয়নি। প্রত্যয় স্কিম প্রত্যাহারের বিষয়ে স্মারকলিপিও দিয়েছি।’

শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি মো. আখতারুল ইসলাম ঢাকা টাইমসকে বলেন, সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম কোনোভাবেই প্রত্যাশার বিষয় নয়। কখনো কোনো আইন এভাবে কেউ পাস করে? কৌশলে রাতারাতি একটি আইন তৈরি করা হয়েছে, যা আমাদের (বিশ্ববিদ্যালয় শিক্ষক) জন্য প্রযোজ্য না। ধারণা করছি, সঠিক প্রস্তুতি ছাড়া ইচ্ছে করেই আজকের এই পরিস্থিতি তৈরি করা হয়েছে।

আর এসব নিয়ে মিটিং-মিছিল করাও তো শিক্ষকের কাজ নয়। বিশ্ববিদ্যালয় শিক্ষকরা থাকবেন পাঠদান এবং গবেষণা নিয়ে। দেশের ৩৫টা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সবাই এই বিষয়ে একমত। অথচ, তাদের (শিক্ষক) নিয়ে আলোচনায় বসা হচ্ছে না। এত অহংকার কোথা থেকে আসে? আলোচনা করার মতো প্রয়োজনই মনে করছেন না।

গত মার্চে সর্বজনীন পেনশন স্কিমে ‘প্রত্যয় স্কিম’ নামে নতুন স্কিম যোগ করে সরকার। বলা হয়, সব স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং তাদের অধীন অঙ্গপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা এ স্কিম গ্রহণ করতে পারবেন।

এতে তাদের স্বার্থ ক্ষুণ্ন হবে না এবং বিদ্যমান পেনশন বা আনুতোষিক সুবিধা অক্ষুণ্ন থাকবে বলেও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।

কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষক নেতারা বলছেন, এই স্কিমের মাধ্যমে সুরক্ষা বলয় নষ্ট করা হচ্ছে। পরিস্থিতি যখন নাজুক অবস্থায় চলে যায়, তখন শিক্ষকরা এ ধরনের কর্মসূচি নিতে বাধ্য হয়। তাই এটি বাতিলে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের আহ্বান তাদের।

অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারি করা সর্বজনীন পেনশন ‘প্রত্যয় স্কিমের’ প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে সোমবার পূর্ণাঙ্গ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকরা। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কোনো ধরনের ক্লাস, পরীক্ষা ও একাডেমিক কাজে অংশ নেননি তারা।

দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কলাভবনের প্রধান ফটকেও অবস্থান নেন শিক্ষকরা। একই সময়ে ছাত্র-শিক্ষক কেন্দ্র টিএসসিতে বিশ্ববিদ্যালয় দিবসের আলোচনা সভা চললেও সেখানে অংশ নেননি শিক্ষক সমিতির নেতারা।

অবস্থানকালে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা বলেন, ‘পেনশন স্কিম বাতিলের দাবিতে শিক্ষক সমিতি ফেডারেশনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সর্বাত্মক কর্মবিরতি চলছে। আমাদের দাবির বিষয়ে আমরা একমত, আমরা দাবি থেকে সরব না। দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো ধরনের ক্লাস-পরীক্ষা চলবে না। প্রত্যয় স্কিম নামের বৈষম্যমূলক স্কিম চালু করে শিক্ষকদের ভেতরে একদল লোক বৈষম্য সৃষ্টি করতে চায়। আমরা সেটা হতে দেব না।’

চলমান এই আন্দোলন চলেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও (জবি)। এতে সেশনজটের আশঙ্কায় পড়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এদিকে এসবের কারণে ব্যাঘাত ঘটছে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে। এতে করে শিক্ষার্থীরা সেশনজটের আশঙ্কা করছেন। সময়মতো শিক্ষাজীবন শেষ না হওয়া নিয়ে স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা বেশি দুশ্চিন্তায় রয়েছেন।

স্নাতকোত্তরের শিক্ষার্থী হাফিজ আব্দুল্লাহ বলেন, ‘আমরা ইতোমধ্যে কোভিডের কারণে পিছিয়ে গেছি। এখন শেষ বর্ষে এসেও যদি আবার আটকা পড়ি, তাহলে তো চাকরির বাজারে পিছিয়ে পড়বো। শিক্ষকদের আমাদের কথা ভাবা উচিত। অনেক শিক্ষার্থী চাকরির প্রস্তুতি নিচ্ছে, দেশের বাইরে যাবে অনেকে। এভাবে আন্দোলন দীর্ঘ সময় ধরে চলতে থাকলে সবাই তো পিছিয়ে পড়বে প্রতিযোগিতামূলক জায়গাগুলো থেকে।’

সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক ও কর্মচারীরা। ফলে বন্ধ ছিল সকল প্রকার ক্লাস-পরীক্ষা। সোমবার সকাল থেকে এ কর্মসূচি ঘোষণা করে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবন চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হয়।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতিও ১ থেকে ৩ জুলাই পর্যন্ত লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছেন।

অবস্থান কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোজাম্মেল হোসেন বকুল বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন সময়ে শিক্ষকদের অনেক সুবিধা উঠিয়ে দেওয়া ও আর্থিক সুবিধা দেওয়ার ক্ষেত্রে কার্পণ্য হতে দেখেছি। উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যদি সঠিকভাবে না চলে তাহলে জাতির সামনে অশনি সংকেত অপেক্ষা করে। যেসব মেধাবী শিক্ষার্থী পড়ালেখা করছে তারা যদি মেধাবী শিক্ষক না পান তাহলে তারা দেশকে কিছুই দিতে পারবে না। মেধাবী শিক্ষক পেতে গেলে মেধাবী শিক্ষার্থীদের আকর্ষণ করতে হবে।’

স্থবিরতা নেমে এসেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নিয়মিত শিক্ষা কার্যক্রমে। একাডেমিক ব্যস্ততার জায়গাগুলোতে বিরাজ করছে সুনসান নীরবতা। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত শিক্ষক সমিতির অস্থায়ী কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়। শিক্ষকরা আহ্বান না করায় শিক্ষার্থীরা যাচ্ছেন না ক্লাসে, হচ্ছে না কোনো পরীক্ষা।

সোমবার সকালে একাডেমিক ভবনগুলো খুললেও কোনো শিক্ষার্থীকে দেখা যায়নি। অধিকাংশ শ্রেণিকক্ষ ও পরীক্ষা কক্ষগুলো তালাবদ্ধ। কর্মচারীরা এলেও তারা অলস সময় পার করছেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সোমবার থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করেছে।

কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকরা। এদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

অবস্থান কর্মসূচিতে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, ‘সামাজিক সম্মান ব্যতীত আর তেমন কোনো কিছুই অর্জন করার সুযোগ নেই শিক্ষকতা পেশা থেকে। কিন্তু এই পেনশন স্কিম আমাদের বিদ্যমান যে সুযোগ-সুবিধা সেগুলোকেও সংকুচিত করছে। যদি এমন হয় তাহলে মেধাবীরা শিক্ষকতায় আসবে না, যা শিক্ষাক্ষেত্রে প্রভাব ফেলবে।'

অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ন্যায় সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কর্মবিরতি ও দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ড. মুহাম্মদ কুদরাত-এ-খুদা একাডেমিক ভবনের নিচে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন হাবিপ্রবি শিক্ষক সমিতি।

এছাড়াও একই সময় বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন হাবিপ্রবি-এর ব্যানারে ড. এম ওয়াজেদ ভবনের নিচে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদেরকেও কর্মবিরতি পালন করতে দেখা যায়। তারাও ১ থেকে ৩ জুলাই পর্যন্ত লাগাতার কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন।

শিক্ষক-কর্মকর্তাদের সর্বাত্মক কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ওপর আরোপ করা প্রত্যয় পেনশন স্কিম বাতিলের দাবিতে এ অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষক-কর্মকর্তারা। উভয় সংগঠনের নেতাকর্মীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

জানা যায়, সোমবার প্রশাসনিক ভবনে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন কর্মকর্তারা। পরে ১২টা থেকে ২টা পর্যন্ত অনুষদ ভবনের নিচে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। এতে সারাদিন বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম অচল থাকে। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভাগসমূহের ক্লাস-পরীক্ষা, অফিসসমূহ বন্ধ থাকে।

(ঢাকাটাইমস/০১জুলাই/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন 
ক্রান্তিকালে দেশ, আয় কমছে শ্রমজীবী মানুষের: রিজভী
পিপিএম পদক পেলেন এসপি কুদরত-ই-খুদা
বিভেদের রাজনীতি আমাদের ঐতিহ্য নষ্ট করেছে: মির্জা ফখরুল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা