বিলাইছড়ির ৫টি দুর্গম ভোট কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনি সরঞ্জাম 

বিলাইছড়ি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ মে ২০২৪, ২১:৫৫
অ- অ+

ভোর হলেই ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় পর্যায়ের ভোটগ্রহণ। দ্বিতীয় ধাপে তিনটি উপজেলার মধ্যে কাপ্তাই ও রাজস্থলীসহ বিলাইছড়িতেও নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে উপজেলার ৫টি দুর্গম ভোট কেন্দ্রে পৌঁছানো হয়েছে নির্বাচনি সরঞ্জাম ও জনবল।

সোমবার ভোট কেন্দ্রগুলোতে হেলিকপ্টারযোগে এসব সরঞ্জাম পৌঁছানোর মধ্য দিয়ে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৪টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২৩৬৯৩ । এবং উপজেলার মোট ১৩টি ভোট কেন্দ্রের মধ্যে ৫টি দুর্গম ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে ফারুয়া ইউনিয়নের ২টি কেন্দ্র, ফারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তারাছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বড়থলি ইউনিয়নের ৩টি, রাইমংছড়া পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়থলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রাংজাং পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জামশেদ আলম রানা বিলাইছড়ির দুর্গম ৫টি ভোট কেন্দ্রে মালামাল, ভোট গ্রহণ কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনী পৌঁছানোর সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল বৈরী আবহাওয়ার কারণে ৫টি দুর্গম কেন্দ্রে মালামাল পৌঁছানো সম্ভব না হলেও আজ সকাল থেকে সারাদিন সেনাবাহিনী ও বিমান বাহিনীর সহযোগিতায় বিলাইছড়ি সেনা জোন থেকে হেলিকপ্টারযোগে উপজেলার ৫টি দুর্গম কেন্দ্রসহ উপজেলার ১৩টি কেন্দ্রের ভোট গ্রহণের সকল মালামাল, ভোট গ্রহণকারী কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীদেরও পৌঁছানো নিশ্চিত করা হয়েছে।

তিনি আরও জানান, নিরাপত্তার স্বার্থে ভোট গ্রহণ যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে চলে তার জন্য ৪টি ইউনিয়নের জন্য ৪ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ৮ প্লাটুন বিজিবি, পর্যাপ্ত পুলিশ ফোর্স ও আনসার ভিডিপি এবং সহযোগিতার জন্য সেনাবাহিনী রয়েছে।

প্রসঙ্গত, উপজেলা পরিষদ নির্বাচনে বিলাইছড়িতে এইবার চেয়ারম্যান পদে দুজন, ভাইস চেয়ারম্যান পুরুষ ও মহিলা পদে দুজন করে সর্বমোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

(ঢাকাটাইমস/২০মে/প্রতিনিধি/পিএস)।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৫৫৮
ধর্ষণ মামলার বাদীকে কারাগারে বিয়ে করবেন গায়ক নোবেল, আদালতের নির্দেশ
চট্টগ্রাম বন্দরের ৫০ কোটি টাকা স্টোর রেন্ট ফাঁকি, প্রতারক গ্রেপ্তার
কত টাকা ঘুষ দিয়ে জামিন পেলেন গানবাংলার তাপস?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা