কাপ্তাইয়ে বাসা থেকে অজগর উদ্ধার
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাইখালীতে অজগর সাপ উদ্ধার করেছে কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের বনকর্মীরা।
উদ্ধারের পর সোমবার সকাল ১০টায় সাপটি রাইখালীর গভীর অরণ্যে অবমুক্ত করা হয়েছে।
বনকর্মী মো. হাসান জানান, উপজেলার রাইখালী পুরান বাজার এলাকার ইউসুফ কারবারির বাড়িতে একটি অজগর সাপ প্রবেশ করেছে বলে খবর দেন রাইখালী ইউপি চেয়ারম্যান মংখ্য মারমা। সংবাদ পেয়ে তিনছড়ি বিট কর্মকর্তা সফিউদ্দিন মজুমদার ও অন্য বনকর্মীরা মিলে সাপটি উদ্ধার করা হয়। সাপটির দৈর্ঘ্য প্রায় ৮ফুট বলে জানান তিনি।
রাইখালী পাল্পউড বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, এ ধরনের বন্যপ্রাণী এখন বৃষ্টির কারণে মাঝে মধ্যে দেখা যায় এবং লোকালয়ে চলে আসে। এসব বন্যপ্রাণী দেখলে বন বিভাগকে খবর দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।
(ঢাকাটাইমস/২০মে/প্রতিনিধি/পিএস)।