টাঙ্গাইলে মুগ্ধতা ছড়াচ্ছে বাসাইল বিলের লাল শাপলা
টাঙ্গাইলে মুগ্ধতা ছড়াচ্ছে বাসাইল বিলের লাশ শাপলা। বিলে ফুটে থাকা শাপলার সৌন্দর্য প্রতিনিয়ত কাছে টানছে তরুণ-তরুণীদের। বিশেষ করে তরুণীদের উচ্ছ্বাসের শেষ নেই। বিলের সৌন্দর্যের সঙ্গে হারিয়ে ফেলছেন নিজেদের। রোদের তাপে নুইয়ে পড়ে বিধায় ভোরের সূর্য উঠার আগেই লাল শাপলার সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসছেন তারা।
পৌর শহরের কলেজপাড়া এলাকার এই বিলটি শাপলার বিলটি এখন খ্যাত। তবে বাড়তি আকর্ষণ হিসেবে শোভা পাচ্ছে বিলের পাড়ের সাদা কাশফুল। সাদা আর লাল রঙের মিশ্রণে বিল এলাকায় সকাল সন্ধ্যা এক অপরূপ দৃশ্যের অবতারণা ঘটে। আর সেই সৌন্দর্য উপভোগ করতে বিভিন্ন স্থান থেকে বিলের ধারে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।
সরেজমিনে দেখা যায়, প্রতিদিন ভোরে দূরদূরান্ত থেকে তরুণ-তরুণী ও প্রকৃতি প্রেমী মানুষ বিলের সৌন্দর্য দেখতে ছুটে আসছেন। তরুণীদের কেউ কেউ শাপলা তুলে খোঁপায় পরছেন, আবার কেউ শাপলা তুলে ছবি তুলছেন।
এদিকে শাপলা শুধু সৌন্দর্যই বিলাচ্ছে এমন নয়। এটি এখন দরিদ্র মানুষের আয়ের উৎসও হয়ে উঠেছে। এখান থেকে প্রতিদিন আহরণ করা হচ্ছে ১০ থেকে ১৫ হাজার টাকার শাপলা। তবে বিলে নৌকা না থাকায় নানা ভোগান্তি পোহাতে হয় দর্শনার্থীদের।
দর্শনার্থী রেখা আক্তার বলেন, ‘আমি দেলদুয়ার থেকে এখানে লাল শাপলা দেখতে এসেছি। দেখে অনেক ভালো লাগলো। তবে বিলে নৌকা না থাকায় আমাদের ভোগান্তির শিকার হতে হয়েছে।’
শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, ‘আমি এখানে প্রথম এসেছি। বিলের শাপলা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। বিলের মাঝখানে যাতায়াতের ব্যবস্থা ভালো হলে আরও দর্শনার্থীরা আসবে বলে মনে করছি।’
ঘুরতে আসা শিমু আক্তার বলেন, ‘আগে এখানে মানুষ আসতো না। এখন লাল শাপলা দেখে অনেক মানুষ দূরদূরান্ত আসতেছে। বিনোদনের একটা জায়গা হয়েছে। সবাই তাদের ইচ্ছা মতো ছবি তুলছে।’
তিনি আরও বলেন, ‘আগামী মৌসুমে নৌকাসহ পর্যটন উপযোগী পরিবেশ তৈরি করা গেলে এই শাপলা বিলকে কেন্দ্র করে তৈরি হতে পারে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ।’
কলেজ পড়ুয়া শিক্ষার্থী ফাহিমা খাতুন বলেন, ‘এতো লাল শাপলা আমি কখনো দেখিনি। আমি বান্ধবীদের সঙ্গে এসেছি। হাজার হাজার লাল শাপলা ফুল ফুটেছে। প্রকৃতি যেন অন্যরকম সাজে সেজেছে। দেখতে খুবই সুন্দর লাগছে।’
ঘুরতে আসা সাব্বির হোসেন বলেন, ‘বউকে সঙ্গে নিয়ে লাল শাপলা দেখতে এসেছি। অনেক দিন ধরে ইচ্ছে ছিল লাল শাপলার সাথে ছবি তুলবো। আজ ইচ্ছেটা পূরণ করলাম। ভোর বেলায় লাল শাপলা গুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে দেখতে খুবই সুন্দর লাগে। লাল শাপলার রাজত্ব মনকে প্রফুল্ল করে তুলেছে।’
(ঢাকাটাইমস/০২অক্টোবর/পিএস)