চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শোভা কলোনি থেকে ৯ ফুট লম্বা অজগর উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন শোভা কলোনির একটি বাড়ি থেকে ৩এসএ রেসকিউ টিমের সদস্য জাহিদুল আলম, নাফিস হাসান ও ভলেন্টিয়ার টিমের সদস্য ইমরান, ইফরানুল হক, সিফাত, অর্ণব অবিষধর অজগর সাপটি উদ্ধার করেন।
পরে এটিকে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদসংলগ্ন গহিন জঙ্গলে অবমুক্ত করা হয়।
৩এসএ রেসকিউ টিমের সদস্য জাহিদুল আলম বলেন, “রাতে কলোনির বাসিন্দারা সাপটি দেখতে পেয়ে আমাদের খবর দেয়। এরপর আমরা গিয়ে সাপটিকে উদ্ধার করি। এটি পাহাড় থেকে লোকালয়ে চলে এসেছিল। উদ্ধারের পর সাপটিকে নির্জন আরেকটি পাহাড়ে অবমুক্ত করা হয়েছে।”
জাহিদুল আলম আরও বলেন, “সাপটি বার্মিজ পাইথন (Burmese python) বা অজগর সাপ। এটি লম্বায় প্রায় ৯ ফুট হবে। সাপটির বৈজ্ঞানিক নাম Python bivittatus। অজগর সাপ বিষধর নয়। খাবারের সন্ধানে এরা মাঝেমধ্যে লোকালয়ে চলে আসে। মানুষ বিরক্ত না করলে এরা কোনো ক্ষতি করে না।”
(ঢাকাটাইমস/২৪মে/এফএ)

মন্তব্য করুন