ড. ইউনূসের পদত্যাগ চায় না বিএনপি, করলে বিকল্প খুঁজে নেবে জাতি: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ চায় না বিএনপি, তবে আবেগের বশবর্তী হয়ে পদত্যাগ করলে বিকল্প বেছে নেবে জাতি।
শুক্রবার একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ চায় না, বিএনপি চায় নির্বাচনী রোডম্যাপ। কিন্তু সেদিকে না গিয়ে সংস্কারের কথা বলে সময়ক্ষেপণ করা হচ্ছে। তবুও তিনি কোনো কারণে আবেগের বশবর্তী হয়ে পদত্যাগ করলে জাতি নতুন বিকল্প বেছে নেবে।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন,এই পৃথিবীতে কেউ অপরিহার্য নয়। ড. ইউনূসের পদত্যাগে কোনো শূন্যতা তৈরি হবে না। তবে আমরা আশা করি, তিনি একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব হিসেবে বিষয়টির গুরুত্ব বুঝবেন। বিএনপি চায় সম্মানের সঙ্গে ড. ইউনূস থাকুন এবং নির্বাচনী রোডম্যাপ দিয়ে জাতিকে সংকট থেকে মুক্ত করুন। নির্বাচনী রোডম্যাপই বর্তমান সংকটের একমাত্র পথ।
সংস্কার দেড় দুই মাসের মধ্যে করা সম্ভব উল্লেখ করে সালাহউদ্দিন আহমেদ তিনি বলেন, সংস্কার, বিচার এবং নির্বাচন একসঙ্গে চলতে পারে। নির্বাচন আয়োজনে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। বরং উনারা দীর্ঘায়িত করার চেষ্টা করছেন।
সালাহউদ্দিন আহমেদ জানান, বিএনপি সোমবার (১৯ মে) থেকে প্রধান উপদেষ্টার সাক্ষাতের চেষ্টা করেও পায়নি। সরকারের ভেতরের আওয়ামী দোসর এবং উচ্চাভিলাষী কেউ কেউ বিএনপিকে প্রতিপক্ষ ভাবে।
তিনি আরও বলেন, নির্বাচনী রোডম্যাপের জন্য আর কয়েকদিন অপেক্ষা করে; তারপর সরকারকে সহযোগিতা নিয়ে প্রশ্নে করণীয় চূড়ান্ত করবে বিএনপি।
(ঢাকাটাইমস/২৩মে/জেবি/এমআর)

মন্তব্য করুন