প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে দেশব্যাপী ডাটা সংগ্রহ শুরু, জামালপুর সেবাকেন্দ্রে পরিদর্শন টিম

সারাদেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ট্রাস্ট (বিডিডিটি) মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে। এরই অংশ হিসেবে জামালপুর প্রতিবন্ধী সেবাকেন্দ্র পরিদর্শন করেছেন কেন্দ্রীয় কার্যালয়ের প্রতিনিধিদল।
প্রতিনিধিদলে ছিলেন ডাটা কালেক্টর (বিডিডিটি) মো. ইমন ইসলাম। প্রতিনিধিদলকে সার্বিক সহযোগিতা করেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ইশরাকী ফাতেমা।
সংশ্লিষ্টরা বলছেন, এই পরিদর্শন কর্মসূচি প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে জাতীয় পর্যায়ে আধুনিকায়ন, সেবার বিস্তার এবং নীতিগত পরিকল্পনা তৈরির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
(ঢাকা টাইমস/২৩মে/এসএ)

মন্তব্য করুন