সখীপুরে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ট্রাকচাপায় সোয়াদ আল সাফওয়ান নামের ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে সখীপুর-গোড়াই সড়কের লাইফ কেয়ার ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাফওয়ান সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড গড়গোবিন্দপুর এলাকার মাসুদ রানার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে সাফওয়ান বাবা-মায়ের সাথে তার মামার বাড়ি উদ্দেশ্যে রওয়ানা হয়। এসময় তার বাবা অটোগাড়ি ভাড়া দেওয়ার সময় সাফওয়ান রাস্তা পারাপারের জন্য দৌড় দিলে বিপরীত থেকে আসা ট্রাকচাপায় পিষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূইয়া জানান, ঘাটক ট্রাকটি আটক করা হয়েছে। আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
(ঢাকা টাইমস/২৩মে/এসএ)

মন্তব্য করুন