কারাগারে থেকে ‘অসুস্থতার ছুটি’ কাটাচ্ছেন ভূমি অফিসের কর্মচারী!

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. ওয়াহিদুল ইসলাম কারাগারে থেকে ছুটি কাটাচ্ছেন। তিনি বর্তমানে কারাগারে থাকলেও অফিস রেকর্ডে দেখা যাচ্ছে তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ছুটিতে রয়েছেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর প্রশাসনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে ওয়াহিদুল ইসলামের স্ত্রী শ্যামলী খাতুন গত ১৩ মে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে ওয়াহিদুল ইসলামকে কারাগারে পাঠান।
তবে ওই দিন থেকেই তিনি তিন দিনের ছুটি নিয়েছেন বলে অফিস রেকর্ডে উল্লেখ রয়েছে। গত ১৮ মে আরও একটি ছুটির আবেদন দাখিল করে ২১ মে পর্যন্ত ছুটি বাড়ান তিনি।
ওয়াহিদুল ইসলামের কারাগারে থাকার তথ্য নিশ্চিত করেন তার স্ত্রী শ্যামলী খাতুন এবং মামলার আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুর রাজ্জাক।
অন্যদিকে, তার কর্মস্থলে ছুটি গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন কয়েকজন সহকর্মী।
সরকারি কর্মচারী হয়ে এ ধরনের অসত্য তথ্য দিয়ে ছুটি নেওয়ার ঘটনা একটি গুরুতর অনৈতিক আচরণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, একজন সরকারি কর্মচারী যদি আদালতে আত্মসমর্পণ করে কারাগারে যান, তবে সেটি কর্মস্থলে যথাযথভাবে অবহিত করার বিধান রয়েছে। এমনকি আদালতের নির্দেশনাও দপ্তরে পাঠানো উচিত।
এ বিষয়ে জেলা প্রশাসনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এটি অত্যন্ত গুরুতর একটি অনিয়ম। যদি কোনো কর্মকর্তা কারাগারে থাকেন, তাহলে তিনি কোনোভাবেই ছুটিতে থাকতে পারেন না। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত।’
ওয়াহিদুল ইসলামের ছুটির বিষয়ে জানতে চাইলে দেওয়ানগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ বলেন, ‘ওয়াহিদুল ইসলাম ১৩ মে তিন দিনের ছুটির আবেদন করেন। পরে ১৮ মে আরেকটি আবেদন পাই, যা ২১ মে পর্যন্ত অনুমোদন করা হয়।’
সহকারী কমিশনার (ভূমি) আরও বলেন, ‘তবে গতকাল (২২ মে) তার স্ত্রী আমাকে জানান যে, তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। আমরা এখন পর্যন্ত আদালতের তরফে কোনো অফিসিয়াল নোটিশ পাইনি। নোটিশ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
(ঢাকাটাইমস/২৩মে/মোআ)

মন্তব্য করুন