১৮ কোটির ড. ইউনূসের প্রতিই বিএনপির আস্থা: জয়নাল আবদিন ফারুক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ মে ২০২৫, ১৬:৩৭| আপডেট : ২৩ মে ২০২৫, ১৬:৪৩
অ- অ+

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগ চান না জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ড. মুহাম্মদ ইউনূস শুধু একজন ব্যক্তি ইউনূস নন, তিনি ১৮ কোটি মানুষের ইউনূস।

শুক্রবার (২৩ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাঁড়াও দেশবাসী শীর্ষক মুক্ত প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন বিএনপির সিনিয়র নেতা।

ড. ইউনূসের প্রতি বিএনপির আস্থা আছে বলেও জানান দলের চেয়ারপারসনের এই উপদেষ্টা। প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, আপনার মতো সচেতন নাগরিক, যিনি বিশ্বের দরবারে আমাদের গর্বিত করেছেন, আপনি নোবেলজয়ী। আপনি ব্যক্তি ইউনূস নন, বাংলাদেশের ১৮ কোটি মানুষের ড. ইউনূস। আমরা আপনাদের পদত্যাগ চাই না।

গণমাধ্যমে এনসিপি নেতা নাহিদ ইসলামকে উদ্ধৃত করে দেশের উদ্ভূত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার হাতাশা এবং তার পদত্যাগের ভাবনার সংবাদে তিনি বিস্মিত জানিয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, এই খবর কতটুকু সত্য জানি না। এতে আমার মনটা বড় খারাপ হয়েছে।

প্রধান উপদেষ্টার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, আপনাকে কী জন্য বসিয়েছিলাম, আপনাকে কেন বসিয়েছিলাম। নির্বাচনের জন্য আপনাদের বসিয়েছিলাম। ৯ মাস হয়ে গেল নিবার্চনের রোডম্যাপ দেয়া হচ্ছে না।

তিন উপদেষ্টার পদত্যাগ দাবির নেপথ্য কারণও ইঙ্গিত দেন জয়নুল আবদিন ফারুক। বলেন, কাদের কানপড়ায় এখনও নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় নাই। তাই আমাদের দল বাধ্য হয়ে বলেছে, আপনাদের তিনজন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।

দেশে এখন একটি অস্থিরতা বিরাজ করছে উল্লেখ করে ফারুক বলেন, এই অস্থিরতার হোতা কারা? কারা এই পরিস্থিতি সৃষ্টি করছে? কারা নির্বাচনে বিলম্ব ঘটাতে চায়? আমরা এই প্রশ্নগুলো অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মতো মহান ব্যক্তির কাছেই রেখেছি। অস্থিরতার পেছনে যদি আপনারা দায়ী থাকেন, তাহলে বিএনপি কখনোই তা মেনে নেবে না।

(ঢাকাটাইমস/২৩মে/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অন্যের বাগানের আম চুরি করল ইউনাইটেড গ্রুপের মালিকরা, থানায় মামলা, গ্রেপ্তার ১
প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক শনিবার
বিএনপি শুধু নির্বাচন নিয়ে কথা বললে বাংলাদেশ আশাহত হয়: সারজিস আলম
দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান আজ অস্থিতিশীল অবস্থায় রয়েছে: আমিনুল হক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা