‎টঙ্গীতে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ‎

‎টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ মে ২০২৫, ১৮:১৭
অ- অ+

গাজীপুরের টঙ্গীতে কারখানা থেকে বর্জিত মালামাল নামানোকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

‎শুক্রবার বেলা ১১টার দিকে গাজীপুর স্যাটার্ণ টেক্সটাইল লিমিটেড নামক কারখানায় এ ঘটনা ঘটে। এতে ওই এলাকায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

‎ জানা যায়, শুক্রবার সকালে গাজীপুর মহানগর স্বেচ্চাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লা ও গাজীপুর মহানগরীর ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ন কাজীর প্রায় তিন'শ জন সমর্থক কারখানাটির সামনে যান। কিছুক্ষণ পর ট্রাকবোঝাই করে কারখানার বর্জিত মালামাল নিয়ে যেতে চেষ্টা করেন হালিম মোল্লার লোকজন। এতে বাধা দেন হুমায়ুন কাজীর লোকজন। পরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। বিএনপির দুই পক্ষের নেতাকর্মীরা ইট পাটকেল ছোড়েন। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

‎হুমায়ুন কাজী বলেন, আমার প্রতিষ্ঠানের নাম নূর এন্টারপ্রাইজ। এই প্রতিষ্ঠানের নামে চুক্তিপত্রের (ডীড) মাধ্যমে গত ১০ আগস্ট থেকে স্যাটার্ণ কারখানার বর্জিত মালামাল নিচ্ছি। কিন্তু কিছু দিন ধরে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লার লোকজন আল-মামুন, কাজী মঞ্জু, কাজী মামুন, তুহিন, দিপু সরকার, আদনান, বশির উদ্দিনসহ কয়েকশজন লোক শুক্রবার সকালে কারখানার গেইটে এসে বর্ধিত মালামাল নিয়ে যেতে চেষ্টা করে। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।

‎গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

‎টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি শিল্প পুলিশকেও জানানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবো।

(ঢাকা টাইমস/২৩মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অন্যের বাগানের আম চুরি করল ইউনাইটেড গ্রুপের মালিকরা, থানায় মামলা, গ্রেপ্তার ১
প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক শনিবার
বিএনপি শুধু নির্বাচন নিয়ে কথা বললে বাংলাদেশ আশাহত হয়: সারজিস আলম
দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান আজ অস্থিতিশীল অবস্থায় রয়েছে: আমিনুল হক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা