প্রধান উপদেষ্টার বিষয়ে দেওয়া স্ট্যাটাস ব্যক্তিগত মতামত: ফয়েজ আহমদ তৈয়্যব

‘প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না’ বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া স্ট্যাটাসটি নিজের ব্যক্তিগত মতামত বলে জানিয়েছেন উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয়) ফয়েজ আহমদ তৈয়্যব।
শুক্রবার বিকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া অপর এক পোস্টে এ তথ্য জানান তিনি। এ ছাড়া উপদেষ্টার পদত্যাগ সংক্রান্ত যে পোস্ট দিয়েছিলেন সেটিও তিনি সরিয়ে ফেলেছেন। তার ফেসবুক আইডির টাইমলাইনে দুপুরে শেয়ার করা সেই পোস্ট আর দেখা যাচ্ছে না।
শুক্রবার বিকাল ৪টার দিকে দেওয়া পোস্টে ফয়েজ আহমদ তৈয়্যব লিখেন, ‘ডিসক্লেইমার, মাননীয় প্রধান উপদেষ্টা স্যারের বিষয়ে দেওয়া স্ট্যাটাসটি আমার ব্যক্তিগত মতামত। এটাকে নিউজ না করার অনুরোধ জানানো যাচ্ছে। ধন্যবাদ সহ।’
এর আগে শুক্রবার দুপুরে দেওয়া পোস্টে তিনি লিখেছিলেন, ‘প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না। অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের ক্ষমতা প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রাঞ্জিশনের জন্য ড. ইউনূস স্যারের দরকার আছে।’
ফেসবুক পোস্টে ফয়েজ আহমদ লিখেছিলেন, ‘দরকারি প্রস্তুতি শেষ করে নির্বাচন এপ্রিল-মে'র কোনো সময়ে অনুষ্ঠিত হবে বলেই আশা করি, তবে এটা আমার ব্যক্তিগত মতামত। এ সময়ে সকল যৌক্তিক সংস্কার সম্পন্ন করতে হবে, করতে হবে জুলাই সনদ। তবে ডিসেম্বর থেকে জুনে দেয়া রোডম্যাপ মতে নির্বাচনের এক্সাক্ট ডেট ঘোষণার এখতিয়ার শুধুমাত্র স্যারের। স্যারের এখতিয়ার অন্য কেউ হাইজ্যাক করতে পারবে না।’
(ঢাকাটাইমস/২৩মে/এলএম/এমআর)

মন্তব্য করুন