দাদার সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফেরা হলো না শিশু জিহাদের

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ মে ২০২৫, ২১:৫৭
অ- অ+

দাদার সঙ্গে মোটরসাইকেলে করে শহর থেকে গ্রামের বাড়ি যাচ্ছিল ১২ বছরের জিহাদ। কিন্তু নিয়তি তা হতে দেয়নি। যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের এড়েন্দা বাজার এলাকায় দাদার পেছনে বসা জিহাদ মোটরসাইকেল থেকে পড়ে নিহত হয়েছে। শুক্রবার (২৩ মে) বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জিহাদ যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ডুমদিয়া গ্রামের মিলন হোসেনের ছেলে। দাদা মিজানুর রহমানের সঙ্গে মোটরসাইকেলে করে শহর থেকে গ্রামের বাড়িতে ফিরছিল সে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছুটিপুর রোড ধরে যাওয়ার সময় এড়েন্দা বাজার মসজিদের সামনে পৌঁছালে মোটরসাইকেল থেকে পিছনে পড়ে যায় জিহাদ। এতে সে গুরুতর আহত হয়।

আহত জিহাদকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন বলেন, নিহত শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(ঢাকাটাইমস/২৩মে/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অন্যের বাগানের আম চুরি করল ইউনাইটেড গ্রুপের মালিকরা, থানায় মামলা, গ্রেপ্তার ১
প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক শনিবার
বিএনপি শুধু নির্বাচন নিয়ে কথা বললে বাংলাদেশ আশাহত হয়: সারজিস আলম
দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান আজ অস্থিতিশীল অবস্থায় রয়েছে: আমিনুল হক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা