সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে রাহিম (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে।
শুক্রবার দুপুর ২টার দিকে উল্লাপাড়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাহিম সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. জয়নালের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাহিম পুনর্বাসন কেন্দ্রে অবস্থান করে সায়দাবাদ রেলওয়ে স্টেশনে চানাচুর ও বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করতো। দুপুরে ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সিরাজগঞ্জ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.দুলাল উদ্দিন জানান, নিহত কিশোরের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।(ঢাকা টাইমস/২৩মে/এসএ)

মন্তব্য করুন