অন্যের বাগানের আম চুরি করল ইউনাইটেড গ্রুপের মালিকরা, থানায় মামলা, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ মে ২০২৫, ২৩:৩৫
অ- অ+

আওয়ামী লীগ আমলের সুবিধাভোগী শিল্পগোষ্ঠী ইউনাইটেড গ্রুপের কর্তাব্যক্তিদের বিরুদ্ধে এবার আম চুরির অভিযোগ উঠেছে। এই ঘটনায় করা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে বাড্ডা থানা পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম- অনিক দাস।

শুক্রবার বাড্ডা থানা পুলিশের একাধিক সূত্র ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র বলছে, বাড্ডা থানা এলাকায় সুবিশাল জায়গায় একটি আমের বাগান রয়েছে। দীর্ঘদিন ধরে এই জমির মালিকানা দাবি করে আসছিল ইউনাইটেড গ্রুপ। হঠাৎ কাউকে কিছু না বলে গত সপ্তাহে ইউনাইটেড গ্রুপের কর্তাব্যক্তিরা ওই বাগানে প্রবেশ করেন। পরে তারা সেখানকার গাছগুলো থেকে আম পেরে নিয়ে যান।

এদিকে গাছ থেকে আম চুরির অভিযোগে গত ১৯ মে বাড্ডা থানায় মামলা করেন ওই আম বাগানের মালিকানা দাবি করা আরেকটি পক্ষ। মামলার পর পুলিশ অনিক দাস নামে একজনকে গ্রেপ্তার করে।

পুলিশের ওই সূত্রটি জানায়, মূলত ইউনাইটেড গ্রুপের মালিকানা ভাগ হয়ে যাওয়ার পর ওই জমিটি দু-পক্ষই নিজেদের বলে দাবি করছিল। কিন্তু গত সপ্তাহে ইউনাইটেড গ্রুপের মালিকপক্ষ ওই জমির আম পেরে নিয়ে যায়।

এদিকে বিতর্কিত ইউনাইটেড গ্রুপের বিরুদ্ধে বিদ্যুৎখাতে লুটপাট, নানান অনিয়ম, দুর্নীতি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসা দিতে অস্বীকৃতিসহ জুলাই আন্দোলনের হত্যা মামলাও রয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের সময় ঢাকার প্রগতি সরণিতে গুলিবিদ্ধ বাহাদুর হোসেন মনির হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আসামি ইউনাইটেড গ্রুপের কর্ণধার হাসান মাহমুদ রাজা, চেয়ারম্যান ও এমডি মঈনউদ্দিন হাসান রশিদ এবং কর্মকর্তা কর্নেল (অব.) আফজাল। বিশেষ করে জুলাই ছাত্র-জনতার আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকারকে অর্থায়নের অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

আওয়ামী লীগ আমলে সুবিধাভোগী ব্যবসায়ী শিল্পগোষ্ঠী ইউনাইটেড গ্রুপের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ থাকার পরেও তাদের বিষয়ে দৃশ্যমান কোনো ব্যবস্থা এখনও নেওয়া হয়নি। বর্তমান সরকারের আমলেও দাপট কমছে না শিল্পগোষ্ঠীটির।

(ঢাকাটাইমস/২৩মে/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক শনিবার
বিএনপি শুধু নির্বাচন নিয়ে কথা বললে বাংলাদেশ আশাহত হয়: সারজিস আলম
দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান আজ অস্থিতিশীল অবস্থায় রয়েছে: আমিনুল হক
দাদার সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফেরা হলো না শিশু জিহাদের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা