যাত্রাবাড়ীতে ৫৬ কেজি গাঁজাসহ ২ জন, আগারগাঁওয়ে ইয়াবাসহ একজন গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ মে ২০২৫, ১৫:২০
অ- অ+

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৬ কেজি গাঁজাসহ দুজন এবং আগারগাঁও এলাকা থেকে ৮৩০ পিস ইয়াবাসহ আরও একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারের সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে র‍্যাব-২ এর সদস্যরা তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— মেহেরুন্নেসা পান্তি (২৫), সোহেল রানা (৩০) ও মো. সুমন মিয়া (৩৮)।

শুক্রবার দুপুরে র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক খান আসিফ তপু এসব তথ্য জানান।

তিনি বলেন, গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ জানতে পারে যে, রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় দুজন মাদক ব্যবসায়ী সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশে গাড়িতে করে নিয়ে ঢাকায় আসছে। এ তথ্যে মাতুয়াইল এলাকার জামেয়া-এ দীনিয়া ঢাকা নামক মাদ্রাসার সামনে র‍্যাব চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট চলাকালে গোয়েন্দা তথ্যানুযায়ী একটি প্রাইভেটকারে তল্লাশি করে দুজনকে আটক করা হয়। আটক করে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে মাদকের বিষয়টি কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পান্তি ও সোহেল রানার দেওয়া তথ্যে প্রাইভেটকারের পেছনে বিশেষভাবে লুকিয়ে রাখা ৫৬ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামিরা জানায়, তারা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে।

এছাড়াও একই দিনে পৃথক অভিযানে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন আগারগাঁও তালতলা এলাকা হতে মাদক কারবারি মো. সুমন মিয়াকে ৮৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে।

র‍্যাব জানায়, গ্রেপ্তার আসামি মেহেরুন্নেসা পান্তির বিরুদ্ধে বিভিন্ন থানায় ২টির অধিক মাদক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(ঢাকাটাইমস/২৩মে/এলএম/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নকল ইনজেকশন প্রয়োগ করায় কলেজছাত্রীর মৃত্যু
শনিবার খোলা থাকবে সব সরকারি অফিস
গণতন্ত্র থাকলেও সবার গণতন্ত্র ছিল না: নজরুল ইসলাম খান  
২৩ বছর পর চ্যাম্পিয়নের স্বাদ পেল মোহামেডান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা