বিভাজনের ঊর্ধ্বে উঠে সকলকে দায়িত্বশীল ও সতর্ক আচরণ করতে হবে: চরমোনাই পীর

বিভাজনের ঊর্ধ্বে উঠে সকলকে দায়িত্বশীল ও সতর্ক আচরণ করতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই।
শুক্রবার দলের সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
চরমোনাই পীর বলেন, স্বাধীনতার ৫৪ বছরে সৃষ্ট রাজনৈতিক অরাজকতা প্রতিফলে বিগত ১৫ বছরে একটি নির্মম স্বৈরতন্ত্রের যাতাকলে পিষ্ট হয়েছে জাতি। জুলাই-২৪ এ একটি রক্তাক্ত অভ্যুত্থানের ফলে জাতির সামনে সুযোগ তৈরি হয়েছে দেশকে নতুন করে গঠন করার। রাষ্ট্রের নীতিগত, আইনগত, প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সংস্কার করে দেশকে রাহুমুক্ত করার সুযোগ তৈরি হয়েছে। কোনভাবেই এই সুযোগ নষ্ট করা যাবে না। তাই ফ্যাসিবাদ উৎখাতে ভূমিকা রাখা সকল পক্ষকে দায়িত্বশীল ও সতর্ক আচরণ করতে হবে।
চরমোনাই পীর আরও বলেন, রাজনৈতিক দলগুলোর চাওয়া-পাওয়ার বিষয় আছে কিন্তু অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলে দাবি-দাওয়া আদায়ের রাজনীতি ও পরস্পর বিরোধী রাজনৈতিক সংস্কৃতি থেকে সরে আসতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বৃহস্পতিবার রাতে উত্তরবঙ্গের নির্ধারিত কর্মসূচি বাদ দিয়ে ঢাকায় ফ্যাসিবাদ বিরোধী ৫ রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের সাথে জরুরী বৈঠকে মিলিত হয়ে ডক্টর মুহাম্মাদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেন। তারই ধারাবাহিকতায় আজ তিনি অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ডক্টর মুহাম্মাদ ইউনূসের প্রতি আহ্বান করে বলেন, অভ্যুত্থান পরবর্তী দেশের মানুষের অভূতপূর্ব অকুণ্ঠ সমর্থনে আপনাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। আপনার দায় শহিদদের রক্ত ও আহতদের বেদনার প্রতি। তাদের রক্ত ও জীবন উৎসর্গকে স্বার্থক করতে সংস্কারের গুরু দায়িত্ব আপনাকে পালন করতেই হবে। কোন দল বা ব্যক্তি বিশেষের চাপ, অসহযোগিতা, বাঁধাকে উপেক্ষা করুন। ১৮ কোটি জনতার দেয়া দায়িত্ব আপনি অবিচলতার সাথে পালন করুন। দেশবাসী আপনার পাশে ছিলো, আছে এবং থাকবে ইনশাআল্লাহ।
চরমোনাই পীর বলেন, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, সশস্ত্রবাহিনীসহ রাষ্ট্রের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানের দায়িত্ব-কর্তব্য ও কর্মপরিধি সুনির্দিষ্টভাবে বলা আছে। কোনভাবেই এর ব্যত্যয় ঘটানো যাবে না। তাতে করে রাষ্ট্রের শৃঙ্খলা ভেঙে পড়বে। তাই রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে নিজ কর্মপরিধির মধ্যে সতর্ক ও দায়িত্বশীল আচরণ করতে আহ্বান করবো।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, গুজবে কান দেবেন না। যার যার দায়িত্ব পালন করুন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকুন।
(ঢাকা টাইমস/২৩মে/জেবি/এসএ)

মন্তব্য করুন