বন্ধুর চিকিৎসা করাতে গিয়ে চিকিৎসকের ছুরিকাঘাতে কলেজ ছাত্রের মৃত্যু 

নোয়াখালী প্রতিনিধি
  প্রকাশিত : ২৩ মে ২০২৫, ১১:২৯| আপডেট : ২৩ মে ২০২৫, ১২:২৭
অ- অ+
নিহত আবুল হোসেন রাফি (ফাইল ফটো)

নোয়াখালীর সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে বন্ধুর চিকিৎসা করাতে গিয়ে চিকিৎসকের ছুরিকাঘাতে আবুল হোসেন রাফি (১৮) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত পল্লী চিকিৎসক শাহীন (৬০) পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় মারা যান রাফি।

এর আগে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে রাফিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা।

নিহত আবুল হোসেন রাফি অশ্বদিয়া ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের আলিপুর গ্রামের আজাদের ছেলে। তিনি কবিরহাট সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

অভিযুক্ত পল্লী চিকিৎসক শাহীন একই এলাকার সুজায়েত উল্যার ছেলে।

রাফির পরিবার ও বন্ধুরা জানান, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে অশ্বদিয়া সোলেমান উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলার সময় একজনের হাত লেগে রাফির বন্ধু রুমনের ঠোঁট ফেটে রক্তক্ষরণ হয়। পরবর্তীতে খেলার মাঠ থেকে রুমনকে নিয়ে চানমিয়া মোড়ের পল্লী চিকিৎসক শাহীনের কাছে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসক শাহীন রুমনকে চিকিৎসা দিতে অপারগতা দেখালে তার সঙ্গে উপস্থিত সবার বাকবিতন্ড হয়। একপর্যায়ে রাফির সঙ্গে চিকিৎসক শাহীনের হাতাহাতির মধ্যে শাহিন রাফিকে চা দোকান থেকে একটি ছুরি নিয়ে গলায় আঘাত করেন। এতে রাফির গলার রগ কেটে যায়।

পরে স্থানীয়রা রাফিকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। রাতে তাকে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার প্রথমে কুমিল্লায় তার মৃত্যু হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, “নিহতের স্বজনেরা তার মৃত্যুর বিষয়টি আমাকে জানিয়েছেন। তারা বলেছেন, কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় রাফির মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হবে। অভিযুক্ত পল্লী চিকিৎসককে গ্রেপ্তারের পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

(ঢাকাটাইমস/২৩মে/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশ জাস্টিস পার্টির প্রতিষ্ঠাতা ব্যারিস্টার সালেহউদ্দিনের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ
পদত্যাগ নয়, আলোচনার মাধ্যমে সকল পক্ষ সমাধানে আসুন: এবি পার্টি
জনতার মেয়র হিসেবে আসন্ন কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করবেন ইশরাক
‎টঙ্গীতে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ‎
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা