জুলাই বিপ্লবের পর গত রাতটি ছিল অন্যতম কঠিন রাত: জারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ মে ২০২৫, ১৪:২২| আপডেট : ২৩ মে ২০২৫, ১৪:৩০
অ- অ+

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, জুলাইয়ের বিপ্লবের পর গত রাতটি (বৃহস্পতিবার দিবাগত রাত) অন্যতম কঠিন রাত ছিল। শুক্রবার নিজের ফেসবুক পেজে এমন এক পোস্টে দেন এনসিপি নেত্রী।

ইংরেজিতে লেখা ওই পোস্টের বাংলা দাঁড়াই— ‘জুলাইয়ের বিদ্রোহের পর গত রাতটি ছিল সবচেয়ে কঠিন রাতগুলির মধ্যে একটি। আমি এমন একটি প্রতিফলন শেয়ার করতে চাই যা আমাকে জাগিয়ে রেখেছে। এটি দোষারোপের মুহূর্ত নয়। এটি প্রতিফলনের মুহূর্ত। স্বার্থের দ্বন্দ্ব ও পারস্পরিক অবিশ্বাস আমাদের সমগ্র গণতান্ত্রিক উত্তরণকে ঝুঁকির মধ্যে ফেলছে। আমরা স্বল্পমেয়াদি হিসাব-নিকাশের জন্য এমন এক জাতির আশাকে আমরা ধ্বংস হতে দিতে পারি না, যে জাতি স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে।’

এনসিপির এই জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব আরও লেখেন, ‘ইতিহাস আমাদের শেখায়- যারা পরিবর্তনকে ভয় পায়, তারা প্রায়ই বিভাজন ও মেরুকরণকে ব্যবহার করে পুরানো শাসনব্যবস্থাকে নতুন মুখোশে ফিরিয়ে আনার চেষ্টা করে। আমরা যেন সেটা এখানে ঘটতে না দিই। আমাদেরকে দলাদলির ঊর্ধ্বে উঠতে হবে। এই বিপ্লব ছিল জনগণের। আর সেই জনগণের প্রতিই আমাদের দায়িত্ব-সংযম দেখানো, সংলাপে এগিয়ে আসা এবং ঐক্য ধরে রাখা। এই মুহূর্তটি যেন বিভেদের নয়, বরং ঐক্যের দিকে একটি মোড়বদলের প্রেরণা হয়ে ওঠে।’

(ঢাকা টাইমস/২৩মে/এসএস/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শনিবার খোলা থাকবে সব সরকারি অফিস
গণতন্ত্র থাকলেও সবার গণতন্ত্র ছিল না: নজরুল ইসলাম খান  
২৩ বছর পর চ্যাম্পিয়নের স্বাদ পেল মোহামেডান
দেশে অস্থিতিশীলতা তৈরি করতে দিল্লি থেকে ছক আঁকা হচ্ছে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা