উত্তরায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার

রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ একটি সংঘবদ্ধ ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন— রাসেল মিয়া (২২), মো. সাগর (১৯), নাহিদ মিয়া (১৯), সুমন বাবু (৩১), জাফর মোল্লা (২২) ও আব্দুল আজিজ (২২)।
বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টা ৩৫ মিনিটে উত্তরা ১০ নম্বর সেক্টরের আশুলিয়া-আব্দুল্লাহপুর মহাসড়কের ১৫৩ নম্বর ফ্লাইওভার পিলারের পাশের ফাঁকা জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে তিনটি চাপাতি, দুটি চাকু এবং একটি লোহার রড উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ডিএমপির উপ- কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সংবাদের ভিত্তিতে এদিন পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের কয়েকজন পালিয়ে গেলেও ছয়জনকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা জানিয়েছে, তারা একটি সংঘবদ্ধ পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য এবং ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ ওই স্থানে জড়ো হয়েছিল।
এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
(ঢাকাটাইমস/২৩মে/এলএম/এসএ)

মন্তব্য করুন