সশস্ত্র বাহিনীর লোগো দিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, সতর্ক করল সেনাবাহিনী

সশস্ত্র বাহিনীর নামে ভুয়া বিজ্ঞপ্তি প্রচার করে গুজব ছড়ানোর বিষয়ে সতর্ক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
এ বিষযে শুক্রবার বেলা ১১টা ৫১ মিনিটে বাংলাদেশ আমির ফেসবুক পেজে একটি ‘সচেতনতামূলক বিজ্ঞপ্তি’ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে বিভেদ তৈরির অপচেষ্টা চলছে।
এতে জনগণের উদ্দেশ্যে আরও বলা হয়, গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না। সত্যতা যাচাই করুন, সচেতন থাকুন।
এ পোস্টের সঙ্গে ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির ছবিও দেওয়া হয়েছে।
(ঢাকাটাইমস/২৩মে/এফএ)

মন্তব্য করুন