ব্রাহ্মণবাড়িয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, নারীসহ আহত ৯ 

আঞ্চলিক প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
  প্রকাশিত : ২৩ মে ২০২৫, ১৩:৪৩
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাশবাহী অ্যাম্বুল্যান্স থামিয়ে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। ডাকাতদের হামলায় নারীসহ ৯ জন আহত হয়েছেন। এ সময় ডাকাতরা লাশের গায়েও আঘাত করেছে বলে জানা গেছে।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই স্থানে অতীতে বেশ কয়েকটি ডাকাতির ঘটনার খবর পাওয়া গেছে।

জানা যায়, ডাকাতরা লাশের সঙ্গে থাকা স্বজনদের মারধর করে নগদ অর্ধলক্ষাধিক টাকা ও প্রায় ১০টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় ডাকাতের হামলায় নারীসহ ৯ জন আহত হন।

ভুক্তভোগীরা জানান, পূর্বভাগ ইউনিয়নের মুকবুলপুর গ্রামের প্রবীণ ব্যক্তি ছবদর আলী ক্যানসারে আক্রান্ত হয়ে ঢাকা মিরপুর আহসানিয়া ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান।

রাতে লাশবাহী অ্যাম্বুল্যান্সে তার লাশ বাড়িতে আনা হচ্ছিল। তিলপাড়া এলাকায় ডাকাতদল সড়কে গাছ ফেলে গাড়ির গতিরোধ করে। তারা গাড়ি ভাঙচুর করে লাশের সঙ্গে থাকা নারীসহ ৯ জনকে পিটিয়ে আহত করে। তাদের কাছে থাকা ১০টি মুঠোফোন ও লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়। শুধু তাই নয়, লাশের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করা হয়।

নিহতের ছেলে পূর্বভাগ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর মিয়া বলেন, ‘ডাকাতরা টাকা-পয়সা ও মোবাইল ফোন নিয়ে গেছে বলে দুঃখ নাই। কিন্তু আমার মৃত বাবার লাশের ওপর হামলা করেছে। এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না।’

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল আলম জানান, ডাকাতরা কী কী নিয়েছে তা এখনো বিস্তারিত জানা যায়নি।

(ঢাকা টাইমস/২৩মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শনিবার খোলা থাকবে সব সরকারি অফিস
গণতন্ত্র থাকলেও সবার গণতন্ত্র ছিল না: নজরুল ইসলাম খান  
২৩ বছর পর চ্যাম্পিয়নের স্বাদ পেল মোহামেডান
দেশে অস্থিতিশীলতা তৈরি করতে দিল্লি থেকে ছক আঁকা হচ্ছে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা