বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ মে ২০২৫, ১০:৪৭| আপডেট : ২৪ মে ২০২৫, ১১:৫১
অ- অ+

রাজধানীর গুলিস্তানের গোলাপ শাহ মাজার এলাকা থেকে বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা ও বিস্ফোরক আইনের ২০টি মামলা হয়েছে।

শুক্রবার রাত ১০টা ৫০ মিনিটের দিকে র‍্যাব-১০ এর সদস্যরা তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন ব্যাটালিয়নটির সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার রাতে গোলাপ শাহ মাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে র‍্যাব-১০ এর সদস্যরা। এতে হত্যা ও বিস্ফোরক আইনের একাধিক মামলার পলাতক আসামি বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুকে (৪৬) গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, বগুড়া সদর থানাতেই তার বিরুদ্ধে ২০টি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৪মে/এলএম/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ ৩ জেলা ও দায়রা জজ আদালতের বিচাররককে বদলি
চরকির অসৌজন্যমূলক আচরণ, বাচসাস-এর নিন্দা ও প্রতিবাদ
আলোকচিত্রী চঞ্চল মাহমুদ আর নেই
বদমেজাজি ও দুর্নীতিপরায়ণ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন অতিরিক্ত আইজি ইকবাল বাহার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা