শ্রীপুরে পোশাকশ্রমিককে তুলে নিয়ে জঙ্গলে দলবদ্ধ ধর্ষণ, বাধা উপেক্ষা করে মামলা

গাজীপুরের শ্রীপুরে কর্মস্থল থেকে ফেরার পথে এক পোশাকশ্রমিককে (৩৫) তুলে নিয়ে জঙ্গলে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় অবশেষে স্বজনদের সহযোগিতায় ভুক্তভোগীর স্বামী গতকাল শুক্রবার বিকেলে তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত ব্যক্তিরা হলেন— গোসিঙ্গা ইউনিয়নের পটকা গ্রামের সুমন (২৫), আল আমিন (৩০) ও শান্ত (২২)।
ভুক্তভোগীর স্বামী বলেন, “ঘটনাটি অভিযুক্ত ব্যক্তিদের অভিভাবকদের জানানোর পরপরই আমাদের ওপর হুমকির মাত্রা বেড়ে যায়। তারা সালিশ বৈঠক বসায়। আমাদের ওপর চাপ সৃষ্টি করে সময়ক্ষেপণ করে। থানায় আসতে বাধা দেয়। তবুও হুমকি উপেক্ষা করে থানায় এসেছি। আমার স্ত্রীর ওপর ওরা অমানুষিক নির্যাতন করেছে।”
এ বিষয়ে শ্রীপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক ঢাকা টাইমসকে বলেন, “অভিযোগ পাওয়ামাত্র পুলিশের দুটি টিম পাঠানো হয় অভিযুক্ত ব্যক্তিদের আটক করতে। পাশাপাশি ধর্ষণের মতো একটি বিষয়ে যারা সালিশ বৈঠক করেছেন, তাদেরও আইনের আওতায় আনা হবে। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।”
(ঢাকাটাইমস/২৪মে/এফএ)

মন্তব্য করুন