কুমিল্লায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, হাতাহাতি ও ভাঙচুর

কুমিল্লা প্রতিনিধি
  প্রকাশিত : ২৪ মে ২০২৫, ১০:০৪| আপডেট : ২৪ মে ২০২৫, ১১:৩৬
অ- অ+

কুমিল্লা সদর দক্ষিণে একটি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার ঢুলিপাড়া এলাকায় বেসরকারি মাদক নিরাময় কেন্দ্র 'নিউ যত্ন' মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এদিকে ঘটনার পরপরই বিক্ষুব্ধ রোগীর স্বজনদের সঙ্গে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের কর্মীদের হাতাহাতি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

নিহত যুবকের নাম কাজী সোহেল (৩৪)। তিনি বরুড়া উপজেলার লতিফপুর এলাকার কাজী বাড়ির শাহাদাত হোসেনের ছেলে।

নিহতের পরিবারের দাবি, কাজী সোহেলকে নির্যাতন করে নিরাময় কেন্দ্রের কর্মচারীরা মেরে ফেলে ঝুলিয়ে রেখেছে।

পরিবার সূত্রে জানা যায়, নিহত কাজী সোহেল মাদকাসক্ত থাকায় তাকে চলতি বছরের ২১ ফেব্রুয়ারি ঢুলিপাড়া এলাকার নিউ যত্ন মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করানো হয়৷ কিন্তু শুক্রবার সন্ধ্যায় কাজী সোহেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত সোহেলের নিকটাত্মীয় মো. হাবিব মিয়া বলেন, “তিন মাস আগে সোহেলকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করানো হয়। আমাদেরকে হঠাৎ করে জানানো হয়, সোহেল নাকি ফাঁসি দিয়েছে। কিন্তু আমরা আসার পর তারা আমাদেরকে ঢুকতে দিচ্ছিল না বরং আমাদের লোকজনের ওপর হামলা করেছে। প্রায় দুই ঘণ্টা হয়ে গেলেও আমাদেরকে লাশ দেখতে দেয়নি। আমরা নিরাময় কেন্দ্রের ভিতরের কয়েকজনকে জিজ্ঞেস করেছি, তারা বলেছে সোহেলকে নির্যাতন করা হয়েছে। সোহেলকে নির্যাতন করে মেরে ফেলেছে তারা। আমরা এর বিচার চাই।”

এ প্রসঙ্গে নিউ যত্ন নামে মাদক নিরাময় কেন্দ্রের পরিচালক সাগর আবদুল্লাহ দাবি করেন, ওই যুবক আত্মহত্যা করেছে। তারা যুবককে কোনো নির্যাতন করেনি।

এ বিষয়ে জানতে চাইলে সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, “আমরা সঙ্গে সঙ্গেই সেখানে পুলিশ ফোর্স পাঠিয়েছি। এটা নিয়ে কাজ করছি। কাজ শেষ হলে বিস্তারিত বলা যাবে।

(ঢাকাটাইমস/২৪মে/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজায় মানবাধিকার লঙ্ঘন করেছে ইসরায়েল, কড়া হুঁশিয়ারি ইইউর
কলম্বোতে ব্যাটিংয়ে টাইগাররা, ফিরেছেন মিরাজ
গাজায় ত্রাণপ্রার্থীসহ আরও ৮৬ জনকে হত্যা করেছে ইসরায়েল বাহিনী
দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা কমতে পারে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা