যশোরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

যশোরে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। এসময় দুজন গুরুতর আহত হন।
শনিবার সকালে যশোর-ঝিনাইদহ মহাসড়কে সদর উপজেলার চূড়ামনকাঠি ছাতিয়ানতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্য কনস্টেবল ফজলুল হক খুলনা মহানগর পুলিশের (কেএমপি) আটড়া পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার ক্ষুদ্র রয়রা গ্রামের বাসিন্দা। আহতরা হলেন— মামুন (৩২) ও রিয়াল। মামুন একই জেলার কোটচাঁদপুর উপজেলার কাশীপুর গ্রামের শামসুল হকের ছেলে আর রিয়াল একই এলাকার ইমান উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত পুলিশ সদস্য মোটরসাইকেলযোগে ঝিনাইদহ যাওয়ার পথে ঝিনাইদহ হতে যশোরে আসার পথে যশোর-ঝিনাইদহ মহাসড়কের চূড়ামনকাঠি ছাতিয়ানতলা এলাকায় দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের টিম তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নিয়ে আসেন। হাসপাতালের সার্জারি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পুলিশ সদস্য ফজলুল হককে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন এবং আহত দুজন চিকিৎসাধীন আছেন।
বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আইনগত প্রক্রিয়াশেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।”
(ঢাকাটাইমস/২৪মে/এফএ)

মন্তব্য করুন